[ad_1]
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় অস্কারজয়ী সুরকার এ আর রাহমানকে। রবিবার সকালে বুকে ব্যথা অনুভব করায় চেন্নাইয়ের একটি হাসপাতালে চলে তার চিকিৎসা। এখন এই শিল্পী আছেন সুস্থ, ফিরেছেন বাড়িতে। খবর : এনডিটিভি
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়, রোববার সকাল সাড়ে ৭টার দিকে হাসপাতালে ভর্তি করা হয় এ আর রাহমানকে। এরপর ইসিজি, ইকোকার্ডিওগ্রামসহ বেশ কিছু পরীক্ষা করানো হয়। ডাক্তারদের বিশেষজ্ঞ একটি দল এ আর রহমানকে দেখেছেন। চিকিৎসকদের ভাষ্য মতে, রোজা রাখার কারণে পানিশূন্যতা তৈরি হয়েছে এই শিল্পীর। সবশেষ আপডেট অনুযায়ী এ আর রহমান এখন ভালো আছেন। ধীরে ধীরে আরও সুস্থ হয়ে উঠছেন।
চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। অ্যাপোলো হাসপাতালের সিইও এনডিটিভিকে বলেন, ‘এ আর রহমান সম্পূর্ণরূপে সুস্থ আছেন। তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।’
খুব ছোটবেলায় বাবাকে হারান এ আর রাহমান। এরপর জীবিকার সন্ধানে কাজে নামতে হয় তাকে। মাত্র ১১ বছর বয়সে দক্ষিণ ভারতীয় সিনেমার বিভিন্ন সুরকারের সঙ্গে বাজাতে শুরু করেন রহমান। ২৩ বছর বয়সে সপরিবারে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন এ আর রাহমান। তার নাম ছিল দিলীপ কুমার।
[ad_2]
Source link