Homeপ্রবাসের খবরবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

[ad_1]

ছাত্রলীগ নেতাকে কিশোরগঞ্জের ইটনা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটির আহ্বায়ক করায় এলাকাজুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা।

শনিবার (১৫ মার্চ) ইটনা উপজেলায় ঘোষিত ৭৮ সদস্যের আহ্বায়ক কমিটিতে তানভীর আহমেদ হেরীকে আহ্বায়ক করা হয়। নিষিদ্ধ ছাত্রলীগে সংশ্লিষ্টতার কারণে কমিটি ঘোষণা হওয়ার পর থেকে সমালোচনার ঝড় ওঠে। তাকে অবিলম্বে কমিটি থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন অনেকেই।

তানভীর আহমেদ হেরী ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের লাইমপাশা মীর বাড়ির ইব্রাহিম মিয়ার ছেলে। তিনি ইটনা উপজেলার মৃগা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী ও বঙ্গবন্ধু ভেটেরিনারি পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য।

জানা গেছে, শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার ৭৮ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করে। কমিটিতে আহ্বায়ক করা হয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তানভীর আহমেদ হেরীকে। তানভীর আহমেদ হেরী গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেও কমিটিতে তার পরিচয় দেওয়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে অধ্যায়নরত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ত্যাগী নেতারা বলছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সংশ্লিষ্টতা গোপন করতেই তিনি এই প্রতারণার আশ্রয় নিয়েছেন।

এ বিষয়ে কথা বলার জন্য তানভীর আহমেদ হেরীর সঙ্গে একাধিকবার কল দিলেও ফোনটি বন্ধ থাকায় সংযোগ পাওয়া যায়নি।

কিশোরগঞ্জ জেলা শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির আহ্বায়ক ইকরাম হোসেন জানান, তানভীর আহমেদ হেরী ইটনা উপজেলা নবগঠিত কমিটির আহ্বায়ক। যদি তার ছাত্রলীগ সংশ্লিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায় তাহলে পদক্ষেপ গ্রহণ করা হবে।

এস এইচ/

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত