Homeপ্রবাসের খবরসিনেমায় নাম লেখানোর বিষয়ে যা বললেন তাসকিন

সিনেমায় নাম লেখানোর বিষয়ে যা বললেন তাসকিন

[ad_1]

ক্রিকেটার তাসকিন আহমেদ যেকোনো নায়কের চেয়ে খুব একটা কম নন। খেলার মাঠের বাইরে চেহারা, শারীরিক গঠন এবং স্বভাবসুলভ স্টাইলের কারণেও অনেকের কাছে পছন্দের এই তারকা। আর এসব কারণেই যেকোনো বাণিজ্যিক বিজ্ঞাপনের ক্ষেত্রে তাসকিনের চাহিদা অনেক বেশি।

ইদানীং খেলোয়াড়রা শুধু বিজ্ঞাপনেই আটকে নেই। অনেক খেলোয়াড়রা এখন নিয়মিত সিনেমা, ওয়েব সিরিজ এবং নাটকেও অংশ নিয়েছেন। বাংলাদেশে এমনটা এখন পর্যন্ত দেখা না গেলেও শুরু হতে কতক্ষণ! আর এমন চল যদি শুরু হয়, প্রযোজক এবং পরিচালকদের অগ্রাধিকারের তালিকায় নিঃসন্দেহে অনেকটা এগিয়ে থাকবেন তাসকিন আহমেদ।  

রোববার (১৬ মার্চ) হোটেল শেরাটনে রিমার্ক-হারলেনের এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তাসকিন আহমেদ। এই কোম্পানির ডিরেক্টর চিত্রনায়ক শাকিব খান। বিএসটিআইয়ের ‘হালাল’ সার্টিফিকেট পাওয়া উদ্‌যাপনের এই অনুষ্ঠানে তাসকিনের কাছে ছিল চলচ্চিত্র নিয়েও প্রশ্ন। আর সেই প্রশ্নে তাসকিনের সরাসরি জবাব, আপাতত ক্রিকেটের বাইরে কিছুই ভাবতে চাচ্ছেন না তিনি।

শাকিব খানের সঙ্গে সিনেমা করার প্রস্তাব পেলে কী করবেন, এমন প্রশ্নের উত্তরে তাসকিন বলেন, ‘এই অফার পেলে অবশ্যই ইন্টারেস্টিং হবে। কিন্তু এই অফার এখন পেলে শাকিব ভাই-ই আমাকে বলবেন, “তুমি ভালোমতো খেলে অবসর নাও। এরপর আমার সঙ্গে আসো।”’

কয়েকদিন আগে প্রকাশিত বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে এ প্লাস ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন তাসকিন। এবারের চুক্তিতে সর্বোচ্চ ক্যাটাগরিতে জায়গা পাওয়া একমাত্র ক্রিকেটার তিনিই। আর সে কারণে সিনেমায় তাসকিনকে আনতে হলে বেশ ভালো অঙ্কের অর্থই ঢালতে হবে লগ্নিকারীদের। তবে আপাতত যেমন প্রস্তাবই আসুক, তাসকিন তাতে আগ্রহী নন। কিন্তু শাকিব খানের প্রশংসা করতে ভোলেননি এই ক্রিকেটার।

ঢাকাই সিনেমার অন্যতম সেরা তারকাকে নিয়ে তাসকিন বলেন, ‘শাকিব ভাই তো কিংবদন্তি। আমাদের সবার প্রিয়। শাকিব ভাই, সামনাসামনি আসলে আপনি অনেক সুন্দর একজন মানুষ।’



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত