[ad_1]
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে খেলতে পারছেন না লিটন দাস—খবরটা সকালেই জেনে গেছেন সবাই। লিটনকে বাংলাদেশ দলের একাদশে না দেখে অনেকে ভেবেছিলেন, চোট কিংবা ফর্মহীনতার কারণে তিনি বাদ পড়েছেন। তবে কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হয়ে যায় লিটনের বাদ পড়ার কারণ। ৩০ বছর বয়সী এই উইকেটকিপার–ব্যাটসম্যান আসলে খেলতে পারছেন না জ্বরের কারণে।
এবার বিসিবিও বিবৃতি দিয়ে জানিয়ে দিল লিটনের শরীরে ভাইরাল জ্বরের লক্ষণ থাকায় তাঁকে চট্টগ্রাম টেস্টের একাদশে রাখা হয়নি। এই ম্যাচে আর বদলি খেলোয়াড় হিসেবেও (কনকাশন সাব বা বদলি উইকেটকিপার) মাঠে নামতে পারবেন না তিনি। বিবৃতিতে লিটনের সর্বশেষ শারীরিক অবস্থার কথাও জানিয়েছে বিসিবি।
[ad_2]
Source link