[ad_1]
জানা গেছে, এর আগে গত শুক্রবার রাতে কেইপিজেডের ভেতরে পাহাড়ে আগুন লাগে। ওই দিন রাতেই কর্ণফুলী উপজেলার বড় উঠান ইউনিয়নের শাহমীরপুরে বন্য হাতির আক্রমণে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু ঘটে। পরে এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা লাশ নিয়ে ছয় ঘণ্টা সড়ক অবরোধ করেন।
স্থানীয় লোকজনের ধারণা, পাহাড়ে আগুন লাগার পাশাপাশি লোকজন হাতিকে উত্ত্যক্ত করায় হাতি মারমুখী আচরণ করে আর এতে করে জানমালের ক্ষতি হয়।
আগুন লাগার ব্যাপারে কেইপিজেডের সহকারী মহাব্যবস্থাপক মুশফিকুর রহমান বলেন, কেইপিজেডের একটি কারখানার পাশে নিচু একটি টিলায় আগুন লেগে শুকনো লতাপাতা পুড়ে যায়। আমাদের ধারণা, কেউ সিগারেট খেয়ে সেখানে ফেলায় আগুন লাগে। এতে কারখানা বা আশপাশের তেমন ক্ষতি হয়নি।
[ad_2]
Source link