[ad_1]
পরমাণুচালিত একটি সাবমেরিনের ভেতর ঢুকে পড়লেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন নিয়ে যখন নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে তখন এমন একটি ভিডিও ছড়ানো হচ্ছে।
পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে সেখানে অস্থায়ী প্রশাসন বসানোর প্রস্তাব দিয়েছেন। বিপরীতে জেলেনস্কি মন্তব্য করেছেন, পুতিন না কি ভয় পাচ্ছেন। এমতাবস্থায় বৃহস্পতিবার পুতিনকে একটি সাবমেরিনের ভেতর ঢুকতে দেখা যায়।
মুরমানস্কে নোঙর করে রাখা আরখানগেলস্ক সাবমেরিন ক্রুজারে ঢুকে বিভিন্ন কেবিন ঘুরে দেখেন পুতিন। তিনি সাবমেরিনটির রান্নাঘরও ঘুরে দেখেন। এ সময় পুতিন সাবমেরিনের ক্রুদের সঙ্গে কথা বলেন। রাশিয়ার নিরাপত্তা নিশ্চিতে রুশ নৌবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও উল্লেখ করেন পুতিন।
আরখানগেলস্ক সর্বশেষ চতুর্থ প্রজন্মের বহুমুখী পরমাণুচালিত সাবমেরিন। এই সাবমেরিন সব ধরনের নৌ মিসাইল বহন করতে পারে। এ ছাড়া সাগর ও ভূমিতে থাকা লক্ষ্যবস্তুতে কার্যকরভাবে আঘাত হানতে সক্ষম অস্ত্র মজুত থাকে এই সাবমেরিনে।
সূত্র : ক্রেমলিন ডট আরইউ
[ad_2]
Source link