[ad_1]
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২২:২৩, ২৯ মার্চ ২০২৫
আপডেট: ২২:২৫, ২৯ মার্চ ২০২৫

টাঙ্গাইলের কালিহাতীতে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ি চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাদের ছেলে। শনিবার (২৯ মার্চ) রাত সোয়া ৮টার দিকে উপজেলার পৌলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার দক্ষিণ পৌলী গ্রামের মৃত নোয়া দাসের ছেলে রঞ্জিত দাস (৫০), তার স্ত্রী বন্দনা দাস (৪০)। আহত ছেলের নাম দিবস দাস (৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে রঞ্জিত ও বন্দনা ছেলে দিবস দাসকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় অজ্ঞাত গাড়ি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই বন্দনা দাস মারা যান। গুরুতর আহতাবস্থায় রঞ্জিত ও দিবসকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রঞ্জিত।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) মো. শরীফ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’’
ঢাকা/কাওসার/রাজীব
[ad_2]
Source link