Homeপ্রবাসের খবরঈদযাত্রায় যমুনা সেতুতে ১৭ কোটি টাকার টোল আদায়

ঈদযাত্রায় যমুনা সেতুতে ১৭ কোটি টাকার টোল আদায়


এবারের ঈদ যাত্রায় এক সপ্তাহে যমুনা সেতু দিয়ে ২ লাখ ৪৭ হাজার ৬০১টি যানবাহন পারাপার হয়েছে। এতে ১৭ কোটি ১১ লাখ ৯ হাজার ৮৫০ টাকার টোল আদায় হয়। আজ সোমবার (৩১ মার্চ) দুপুরে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ তথ্য নিশ্চিত করেছেন।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, গত ২৪ মার্চ যমুনা সেতু দিয়ে ২৪ হাজার ৯৭টি যানবাহনে টোল আদায় হয় ২ কোটি ২৬ লাখ ৮৬ হাজার ৫৫০ টাকা।

২৫ মার্চ ২৯ হাজার ২৩৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৫৭ লাখ ১১ হাজার ৫৫০ টাকা। গত ২৬ মার্চ সেতু দিয়ে ৩৩ হাজার ৭৬৬টি যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় হয় ২ কোটি ৭৮ লাখ ৯৯ হাজার ৯০০ টাকা।

গত ২৭ মার্চ সেতু দিয়ে ৩৫ হাজার ২২৭টি যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় ২ কোটি ৬৫ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা। ২৮ মার্চ সেতু দিয়ে ৪৮ হাজার ৩৩৫টি যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় তিন কোটি ৩৮ লাখ ৫২ হাজার ৯০০ টাকা।

২৯ মার্চ সেতু দিয়ে ৪৫ হাজার ৪৭৮টি যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় তিন কোটি ২১ লাখ ৬৪ হাজার ৬০০ টাকা।

ঈদ যাত্রার শেষ দিন রবিবার (৩০ মার্চ) ৩১ হাজার ৪৬৫টি যানবাহন পারাপার হয়েছে। সেতু পূর্বে ২১ হাজার ১২৬টি যানবাহন পারাপার হয়েছে, এতে টোল আদায় হয় ১ কোটি ৪৬ লাখ ৮৮ হাজার ৬০০ টাকা। অপরদিকে- সেতু পশ্চিমে ১০ হাজার ৩৩৯টি যানবাহন পারাপার হয়েছে, টোল আদায় হয় ৭৮ লাখ ৩৮ হাজার ২৫০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল কালের কণ্ঠকে বলেন, ‘এবারের ঈদ যাত্রায় সেতুর দুই পাশে ১৮টি বুথ দিয়ে যানবাহন চলাচল করে। উভয় পাশে দুটি করে মোটরসাইকেলের জন্য আলাদা বুথ করা হয়।’

তিনি আরো বলেন, ‘ঈদ যাত্রায় এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত উত্তরবঙ্গগামী ৪ লেন খুলে দেওয়ায় ঘরমুখো মানুষ ভোগান্তি ছাড়াই নিজ নিজ গন্তব্যে ফিরেছে। অতিরিক্ত যানবাহনের চাপ, সেতু ও মহাসড়কে গাড়ি বিকল এবং দুর্ঘটনার কারণে স্বল্প সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও আবার কিছুক্ষণ পরেই মহাসড়ক স্বাভাবিক হয়ে যায়।’

১৯৯৮ সালের ২৩ জুন যমুনা সেতু উদ্বোধন হয়। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক দিয়ে উত্তর ও দক্ষিণবঙ্গের ২৩টি জেলার যানবাহন চলাচল করে। স্বাভাবিকভাবে গড়ে প্রতিদিন ১৮-২০ হাজার যানবাহন সেতু দিয়ে পারাপার হলেও ঈদে পরিবহনের সংখ্যা বেড়ে যায় কয়েকগুণ।

এস এইচ/



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত