Homeদেশের গণমাধ্যমেইয়ুথ জেনারেশন ফোরামের কনফারেন্সে বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা

ইয়ুথ জেনারেশন ফোরামের কনফারেন্সে বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা


প্রকাশিত: ১৩:৫৮, ৩ এপ্রিল ২০২৫  
আপডেট: ১৪:০২, ৩ এপ্রিল ২০২৫

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস (ফাইল ফটো)


বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) সম্মেলনে ইয়ুথ জেনারেশন ফোরামের কনফারেন্সে বক্তব্য দেবেন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ জানিয়েছেন, ব্যাংককে স্থানীয় সময় বিকেল ৩টায় বিমসটেক ইয়ুথ জেনারেশন ফোরামের কনফারেন্সে বক্তব্য দেবেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। 

সন্ধ্যা ৭টায় ইয়াং জেনারেশন ফোরাম নিয়ে থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের প্রেস ব্রিফিং হবে, যেখানে পুরো অনুষ্ঠানের সারসংক্ষেপ তুলে ধরা হবে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্যাংককে পৌঁছান। থাইল্যান্ডের মন্ত্রী জিরাপর্ন সিন্ধুপ্রাই ব্যাংকক বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান।

বিমসটেক সম্মেলনে সাতটি প্রধান আঞ্চলিক সহযোগিতা স্তম্ভের ওপর গুরুত্ব দেবে বাংলাদেশ। সেগুলো হলো— বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন; পরিবেশ ও জলবায়ু পরিবর্তন; নিরাপত্তা; কৃষি ও খাদ্য নিরাপত্তা; জনগণের মধ্যে সংযোগ; বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন এবং কানেক্টিভিটি।

প্রধান উপদেষ্টা বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। সম্মেলনের সময় দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। 

ঢাকা/হাসান/রফিক





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত