Homeজাতীয়নাগেশ্বরীতে বাস কাউন্টারে অভিযান, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে জরিমানা

নাগেশ্বরীতে বাস কাউন্টারে অভিযান, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে জরিমানা

[ad_1]

ঈদের ফিরতি যাত্রায় যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন এক শ্রেণির পরিবহন সংশ্লিষ্টরা। এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে সত্যতা মেলায় দুটি বাস কাউন্টারের টিকেট ম্যানেজারকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত ।

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের নেতৃত্বে অভিযানে প্রায় একশত যাত্রীকে অতিরিক্ত বাস ভাড়া ফিরিয়ে দিয়ে নূর এক্সপ্রেস ও ফাইভ স্টার ট্রাভেলসকে তিন হাজার পাঁচ শত টাকা জরিমানা করা হয়। 

শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় নাগেশ্বরী উপজেলা গেট, বিএসসি মোড় ও বাসস্ট্যান্ড এলাকার বাস কাউন্টারগুলোতে সতর্ক বার্তা ও দোষীদের জরিমানাসহ বাড়তি ভাড়া আদায় করা অর্থ যাত্রীদের ফেরত দেওয়া হয়েছে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, অতিরিক্ত ভাড়া আদায় করার অপরাধে দুটি পরিবহনের টিকেট ম্যানেজারকে ‘সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৮০ ধারায়’ নগদ অর্থদণ্ড প্রদান করা হয়েছে। যাত্রী সাধারণ যেন নির্ধারিত ভাড়ায় নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারেন, সেজন্য আমরা নিয়মিতভাবে পরিবহন কাউন্টারগুলো পরিদর্শন করছি।

কেউ অতিরিক্ত ভাড়া আদায়ের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করেন তিনি। এসময় নাগেশ্বরী থানা পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত