Homeপ্রবাসের খবরতিউনিশিয়ার নৌ-দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু – প্রবাস খবর

তিউনিশিয়ার নৌ-দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু – প্রবাস খবর


সম্প্রতি তিউনিশিয়ার সমুদ্র উপকূলবর্তী শহর স্ফ্যাক্স-এর সমুদ্রসীমায় সংঘটিত নৌ-দুর্ঘটনায় এক বাংলাদেশি নাগরিক মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেছে লিবিয়ার বাংলাদেশ দূতাবাস।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।

রফিকুল আলম জানান, ৩১ ডিসেম্বর তিউনিশিয়ার সমুদ্র উপকূলবর্তী শহর স্ফ্যাক্স-এর সমুদ্রসীমায় সংঘটিত নৌ-দুর্ঘটনায় ৫০ জন অভিবাসীকে উদ্ধার করা হয়। এর মধ্যে ৪৮ জনকে জীবিত উদ্ধার করা হয়, যার মধ্যে ৩৬ জন বাংলাদেশি, ৬ জন পাকিস্তানি এবং ৭ জন সিরীয় ও মিশরীয় নাগরিক। অবশিষ্ট দুই জনকে মৃত উদ্ধার করা হয়। তাদের মধ্যে একজন বাংলাদেশি বলে দূতাবাস নিশ্চিত হয়েছে।

মুখপাত্র জানান, বর্তমানে মরদেহ দুটি থেকে ডিএনএর নমুনা সংগ্রহ করা হয়েছে এবং মরদেহগুলোহ স্ফ্যাক্স-এর হাবিব বুরগিবা হাসপাতালের মর্গে সংরক্ষণ করে রাখা হয়েছে। বাংলাদেশ থেকে মৃতের নিকটাত্মীয়ের ডিএনএ নমুনার সঙ্গে মিল সাপেক্ষে মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।

রফিকুল আলম আরো জানান, এছাড়া গত ১ জানুয়ারি তিউনিস থেকে ৩৫০ কিলোমিটার দূরের সমুদ্র উপকূলবর্তী শহর মাহদিয়া নামক অঞ্চলে একটি দুর্ঘটনা ঘটে। ওই ঘটনায় ১৬ জনকে উদ্ধার করা হয়, যাদের মধ্যে ১৪ জন বাংলাদেশি এবং ২ জন সুদানের নাগরিক। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

এ ইউ/ 



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত