দুবাই ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি (ডিআইএ), এমিরেটস হিলসের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ঋষভ মিত্তল ২০২৫ সালে ‘রিসাইক্লিং হিরো’ খেতাব অর্জন করেছেন। এ বছর আন্তর্জাতিক স্বীকৃতি লাভকারী একমাত্র মধ্যপ্রাচ্য প্রতিনিধি হিসেবে তিনি এ নজির স্থাপন করেছেন। যুক্তরাজ্যভিত্তিক গ্লোবাল রিসাইক্লিং ফাউন্ডেশন -এ পুরস্কারের আয়োজন করে।
মাত্র দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী হয়েও ঋষভ বিশ্বব্যাপী পরিবেশ সচেতনতার প্রতীক হয়ে উঠেছেন। তার প্রতিষ্ঠিত যুব-নেতৃত্বাধীন সংগঠন ‘গোয়িং গ্রিন দুবাই’-এর মাধ্যমে এখন পর্যন্ত ৫ হাজার ৬৪৫ কেজি ই-ওয়েস্ট, ১৭ হাজার ৫৫৭টি প্লাস্টিক বোতল এবং ১ হাজার ৩২৩ কেজি কাগজ পুনর্ব্যবহার করা হয়েছে, যা পরিবেশ রক্ষায় একটি ব্যতিক্রমী ও অনুকরণীয় উদাহরণ।
এ সম্মানজনক খেতাব শুধু ঋষভের ব্যক্তিগত সাফল্য নয়, বরং এটি প্রমাণ করে— সঠিক দৃষ্টিভঙ্গি, উদ্যোগ এবং অদম্য মনোভাব থাকলে একজন শিক্ষার্থীও বিশ্বকে বদলে দিতে পারে।