Homeপ্রবাসের খবরশেহবাজ-জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, কী কথা হলো!

শেহবাজ-জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, কী কথা হলো!


ভারত ও পাকিস্তানের মাঝে চলমান উত্তেজনা কমাতে দু’দেশের দুই নীতিনির্ধারকের সঙ্গে ফোনকলে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এসময় তাদেরকে উত্তেজনা কমানোর আহ্বান জানান তিনি।

বুধবার (৩০ এপ্রিল) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে ফোনালাপে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইসলামাবাদ ও দিল্লিকে একসাথে কাজ করার তাগিদ দেন তিনি।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে জানান, কাশ্মির ঘিরে চলমান উত্তেজনায় উদ্বেগ প্রকাশ করেন রুবিও। জয়শঙ্করের সাথে কথোপকথনে পেহেলগামে হামলায় প্রাণহানির ঘটনায় শোক জানান তিনি। ভারতের সন্ত্রাসবিরোধী পদক্ষেপে সহযোগিতারও আশ্বাস দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

অন্যদিকে পাক প্রধানমন্ত্রীর সাথে ফোনালাপে পেহেলগামে হামলার ঘটনায় নিন্দা জানানোর আহ্বান জানান মার্কিন এই নেতা। দক্ষিণ এশিয়ায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে দুই দেশকেই সম্মিলিতভাবে কাজের আহ্বান জানান তিনি। গুরুত্ব দেন সরাসরি যোগাযোগের ওপর।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর আরও জানায়, পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় যে প্রাণহানি হয়েছে তা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী (রুবিও)। সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের সঙ্গে একজোট হয়ে কাজ করার যুক্তরাষ্ট্রের যে প্রতিশ্রুতি রয়েছে, তা–ও পুনর্ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে উত্তেজনা কমাতে এবং দক্ষিণ এশিয়ায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পাকিস্তানের সঙ্গে কাজ করার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

এস এইচ/



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত