Homeপ্রবাসের খবরস্বর্ণখচিত আইফোন উপহার পেলেন রিশাদ – প্রবাস খবর

স্বর্ণখচিত আইফোন উপহার পেলেন রিশাদ – প্রবাস খবর


পিএসএলের ফাইনালে ওঠার পথে লাহোর কালান্দার্সের হয়ে বল হাতে গুরুত্বপূর্ণ ‍ভূমিকা রেখেন রিশাদ হোসেন। টাইগার স্পিনারের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে তাকে ২৪ ক্যারেটের স্বর্ণখচিত আইফোন ১৬ প্রো উপহার দিলেন লাহোরের টিম ডিরেক্টর।

ম্যাচ শেষে ড্রেসিংরুমে টিম ডিরেক্টর সামিন রানা রিশাদের হাতে তুলে দেন একটি আইফোন। তিনি বলেন,‘আজ জামানকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্তটা সহজ ছিল না। আমরা রিশাদকে সুযোগ দিয়েছি এবং সে আমাদের গর্বিত করেছে। স্পিনের বিপক্ষে ভালো খেলা তিন ব্যাটারকে যেভাবে রিশাদ আউট করেছে সেটা অসাধারণ।’

সেই সময় ড্রেসিংরুমে সতীর্থরা করতালি দিয়ে রিশাদকে শুভেচ্ছা জানান এবং কেউ কেউ বাংলায় বলে ওঠেন,‘ভালোবাসি, ভালোবাসি।’ এই উচ্ছ্বাসে শামিল হয়ে সামিন রানা নিজেও বলেন,‘আমি তোমাকে ভালোবাসি।’

শুধু রিশাদ নন, ম্যাচে দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য কুশল পেরেরা (৩৫ বলে ৬১), মোহাম্মদ নাঈম (২৫ বলে ৫০) এবং দারুণ বোলিংয়ের জন্য সালমান মীরজাও (১৬ রানে ৩ উইকেট) পান একটি করে আইফোন।

রিশাদ বোলিংয়ে শুরুটা ভালো ভাবে শুরু করতে পারেননি। প্রথম ওভারে দেন ১৪ রান। এরপর ঘুরে দাঁড়ান তিনি। দ্বিতীয় ওভারের প্রথমেই সালমান আগাকে ফেরান রিশাদ। তৃতীয় ওভারে তাকে ছক্কার মারার পরের বলেই ব্যাটসম্যান ফেরেন প্যাভিলিয়নে। সাদাব খানের পর কট অ্যান্ড বোল্ড আউট হন জিমি নিশাম। সব মিলিয়ে ৩ ওভার বল করে ৩৪ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন রিশাদ।

এস এইচ/



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত