Homeপ্রবাসের খবরঅন্যরকম ভূমিকায় আসছেন বৈষম্যবিরোধী আন্দোলনের বাঘিনী কন্যা

অন্যরকম ভূমিকায় আসছেন বৈষম্যবিরোধী আন্দোলনের বাঘিনী কন্যা

[ad_1]

কোটা সংস্কার আন্দোলনের সময় ইতিবাচক ভূমিকায় দেখা গিয়েছিলো তাকে। সাহসী ভূমিকার জন্য তার নামের আগে কুইন, বাঘিনী, আয়রন লেডি-র মতো বিশেষণ জুড়ে দিয়েছেন কেউ কেউ!

তবে গেল আগস্টের মাঝামাঝিতে সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নতুন করে আসেন আলোচনায়! যার কথা বলা হচ্ছে, তিনি ফারজানা সিঁথি!

যাকে এবার পাওয়া যাবে অন্যরকম ভূমিকায়! গায়ক আসিফ আকবরের নতুন গানের মডেল হতে যাচ্ছেন ‘ললনা’ খ্যাত গায়ক শেখ সাদী। তার সঙ্গে সেই গানেই মডেল হিসেবে দেখা যাবে ফারজানা সিঁথিকে!

গানের কথাগুলো এমন- ইচ্ছেরা আজ ইচ্ছেরা যেন মেলেছে ডানা, মন খুশির কারণটা আজ কেন লাগছে অজানা, ভেসেছি আজ প্রেমের দেশে নিয়ে স্বপ্নকে তোমার, ভালোবাসার তাজমহলে খুলে গেছে সিংহদ্বার, তুমি আমার এ পৃথিবী, তুমি ছাডা আজ সব অচেনা।

গানের সুর ও সঙ্গীত করেছেন রাজীব এবং মোনা। কথা লিখেছেন বূদ্ধাদিত‍্য মূখার্জী ( বাংলা), শাদাব আখতার (বেপানা দিল- হিন্দি)। আসিফ আকবরের সঙ্গে কণ্ঠ দিয়েছেন মুম্বাইয়ের নিকিতা গান্ধী।

এ বিষয়ে আসিফ আকবর বলেন, মুম্বাই ফিল্মের মিউজিক ডিরেক্টর রাজীব রয় চৌধুরী ভালোবেসে গানটি আমাকে উপহার দিয়েছেন। ইচ্ছেরা গানটি প্রথমে বাংলা, পরে হিন্দি- দুই ভার্সনেই রিলিজ হবে। ফেমাস হিন্দী গান বুর্জ খলিফা- গানের গায়িকা নিকিতা গান্ধী কো-আর্টিস্ট। গানের রেকর্ডিং হয়েছে আরো পাঁচমাস আগে। এখন শুরু হবে গানের শুটিং।

তিনি বলেন, নিটোল প্রেমের গানটির মডেল হিসেবে আমি নিজে পছন্দ করেছি জেন-জি কন‍্যা ফারজানা সিঁথি এবং তরুণ সঙ্গীত শিল্পী শেখ সাদীকে। গানের শুটিং হবে শালদহ ইকো রিসোর্ট, গাজীপুর এ। ভিডিও পরিচালনা করবে স্নেহের সৌমিত্র ঘোষ ইমন। আবার গানে গানে মুখর হয়ে উঠুক আমাদের পরিবেশ, প্রতিবেশ।

এ ইউ/

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত