Homeপ্রবাসের খবরঅবসর নিয়েই বৃন্দাবনে গেলেন কোহলি – প্রবাস খবর

অবসর নিয়েই বৃন্দাবনে গেলেন কোহলি – প্রবাস খবর


সাদা পোশাকের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। সোমবার (১২ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান সময়ের অন্যতম সেরা এই ব্যাটার। অবসর নেওয়ার পর দিনই স্ত্রী অভিনেত্রী আনুশকা শর্মাকে সঙ্গে নিয়ে বৃন্দাবনে হাজির হন কোহলি। মঙ্গলবার (১৩ মে) বৃন্দাবনে পৌঁছান কোহলি ও আনুশকা। তাদের সঙ্গে ছিলেন মেয়ে ভামিকাও। সেখানে বিখ্যাত আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজের সঙ্গে দেখা করেন দু’‌জনে।

কোহলি বরাবরই স্বামী প্রেমানন্দ মহারাজের অনুগামী ছিলেন। সুযোগ পেলেই দু’‌জনে বৃন্দাবন চলে যেতেন। এবার টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েই স্ত্রীকে নিয়ে বৃন্দাবন চলে এসেছেন কোহলি।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে ১৪ বছরের পথচলার ইতি টানলেন ভারতের কিংবদন্তি এই ব্যাটার। সেই পোস্টে কোহলি লেখেন, ‘১৪ বছর আগে প্রথম টেস্ট ক্রিকেটের নীল ব্যাগি টুপি পড়েছিলাম। সত্যি বলতে তখন জানতাম না, ক্রিকেটের এই ফরম্যাট আমাকে কতটা এগিয়ে নিয়ে যাবে। কল্পনাও করিনি। এই ফরম্যাট আমার পরীক্ষা নিয়েছে। আমাকে তৈরি করেছে। আমাকে শিক্ষা দিয়েছে। সারা জীবন এই শিক্ষা বহন করবো।’

ভারতের হয়ে ১২৩টি টেস্টে ৪৬.৮৫ গড়ে ৯ হাজার ২৩০ রান করেছেন কোহলি। ৩০টি সেঞ্চুরি ও ৩১টি ফিফটি করেছেন তিনি। লাল বলের ক্রিকেটে তিনি যে আর খেলতে ইচ্ছুক নন, এ কথা বিসিসিআইকে কদিন আগেই জানিয়ে দিয়েছিলেন কোহলি। কিন্তু বোর্ডের পক্ষ থেকে তাকে অনুরোধ করা হয়েছিল সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য। কোহলি তাতে রাজি হননি।

এম এইচ/ 



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত