Homeপ্রবাসের খবরআলোচিত ছাত্রলীগ নেত্রী নিশি সাতক্ষীরায় গ্রেপ্তার

আলোচিত ছাত্রলীগ নেত্রী নিশি সাতক্ষীরায় গ্রেপ্তার

[ad_1]

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বেনজীর হোসেন নিশিকে সাতক্ষীরার দেবহাটা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

দেবহাটা থানা পুলিশের ওসি হযরত আলী বলেন, ‘নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ নেত্রী বেনজীর হোসেন নিশি দেবহাটা উপ-স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য সহকারী রাশিদুল ইসলামের বাসায় অবস্থান করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।’ গ্রেপ্তারের পর নিশিকে সাতক্ষীরা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের ওসি নিজাম উদ্দীন মোল্যা বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিশিকে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন’

জানা যায়, নিশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখার সাবেক সভাপতি ছিলেন। ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন এলাকায় একাধিক মামলা রয়েছে।

এ ইউ/  

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত