বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পুরো দেশে একটা হিংসা-প্রতিহিংসা, হানাহানি চলছে। এটা থেকে বেরিয়ে আসার একমাত্র পথ হলো মানুষের মধ্যে ভালোবাসা সৃষ্টি করা।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও শহরের মন্দিরপাড়া এলাকায় অবস্থিত সেন্ট মাদার তেরেসা স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এসময় ওই স্কুলের পক্ষ থেকে তাকে অভ্যর্থনা দেওয়া হয়।
মির্জা ফখরুল বলেন, ৭১ সালে আমাদের প্রধান উদ্দেশ্য ছিল সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। তবে দুর্ভাগ্য যে, এটা থেকে আমরা অনেকদিন বঞ্চিত ছিলাম। এখন সুযোগ পেয়েছি নতুন বাংলাদেশ তৈরি করার। আন্দোলন করে আমাদের ছেলে-মেয়েরাই আমাদের সুযোগ করে দিয়েছে।
বক্তব্য শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সম্মাননা স্মারক তুলে দেন শিক্ষকবৃন্দ। এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
এদিন ঠাকুরগাঁওয়ে গণসংযোগেও অংশ নেন বিএনপির মহাসচিব। এসময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, ‘ইউনূস সাহেবকে বলতেছি, দ্রুত নির্বাচন দিন, কারণ আপনাকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে নাই, জনগণ চায় তার লোককে নির্বাচিত করতে।’
এসময় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরত প্রসঙ্গে বলেন, ‘ভারতকে বলতেছি হাসিনাকে ফেরত দাও, এখানে তার বিচার করা হবে।’
এম এইচ/