Homeপ্রবাসের খবরইতালি প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় সুখবর

ইতালি প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় সুখবর

[ad_1]

ইতালিয়ান দূতাবাসে ভিসা আবেদনের জন্য আটকা পড়া পাসপোর্টে দ্রুত ভিসা প্রদান করা হবে বলে জানিয়েছেন ইতালির রোম বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক। তিনি বলেন, পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে দূতাবাসের পক্ষ থেকে কথা বলে তিনি এ তথ্য জেনেছেন।

এছাড়াও ইন্টেরি মিনিস্ট্রি অব লেবার অব সোশ্যাল ডিপ্লোম্যাটিক অ্যাডভাইজার ভিসার বিষয়ে যারা কাজ করেন তাদের সঙ্গে আলোচনা করেছে রোম দূতাবাস।

তিনি আরও বলেন, এখানে জরুরি দুটো বিষয় তুলে ধরা হয়েছে। একটি হলো- যেসব পাসপোর্ট বাংলাদেশের ভিসার জন্য জমা হয়েছে, ঢাকায় ইতালির দূতাবাস এগুলোর জন্য দ্রুত নিষ্পত্তি করে। যাদের প্রকৃত নুলাওস্তা (ওয়ার্ক পারমিট) প্রমাণিত হবে তাদের যেন দ্রুত ভিসা প্রদান করা হয় সে বিষয়ে বলা হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ ইতালিয়ান দূতাবাস কর্তৃপক্ষ বলেছে, অনেক নুলাওস্তা ফেইক আছে। এই ফেইক নুলাওস্তায় কেউ যদি ইতালিতে আসে কাজ পাবে না এবং আইনগত সমস্যা হবে, বিড়ম্বনা হবে তাদের। আর এ বিষয়ে ইতালিয়ান সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে- তারা এটি নিখুঁতভাবে তদন্ত করে যাদের প্রকৃতভাবে নুলওস্তা পাবে তাদের ভিসা দ্রুত দেবে।

রাষ্ট্রদূত আরও বলেন, তাদের কাছে অনুরোধ করা হয়েছে, যে পাসপোর্টগুলো জমা হয়েছে তা যেন দ্রুত প্রদান করা হয় এবং বাংলাদেশে ইতালিয়ান দূতাবাস বলেছে দ্রুত পাসপোর্ট এবং ভিসা প্রদান করার জন্য অতিরিক্ত লোক নিয়োগ করবে তারা।

তারা আরও আশ্বস্ত করেছেন, তাদের ২০২৫ সালের ক্ষেত্রে বাংলাদেশের নলুওস্তার মাধ্যমে ইতালিতে আসার ব্যাপারে ইতালিতে কোনো প্রভাব ফেলবে না এবং তারা আমাদের আশ্বস্ত করেছে- এটা একটা সাময়িক বিষয়, তাদের সবকিছু তদন্ত যখন সম্পন্ন হবে বাংলাদেশের উপর এমন কড়া নজর পরিস্থিতি থাকবে না।

এনআইডি কার্ড সম্পর্কে এক প্রশ্নের উত্তরে রাষ্ট্রদূত বলেন, ২০২৪ সালের পরিপত্রের মাধ্যমে এখন এনআইডি ছাড়াও জন্মনিবন্ধনের মাধ্যমেও তথ্য সংশোধন করা যাবে। কোনো ব্যক্তির তথ্য সংশোধনের প্রয়োজন হলে মাতা-পিতার নাম, তার নাম, বয়সসহ পাঁচ বছর পর্যন্ত বয়স সংশোধন করতে পারবে রেজিস্ট্রেশন জন্ম নিবন্ধনের মাধ্যমে। এ সুবিধাটি ৩০ এপ্রিল ২০২৫ পর্যন্ত কার্যকর থাকবে।

রাষ্ট্রদূত আরও বলেন, আমরা কিন্তু এখন বিভিন্ন ধরনের সংশোধনের আবেদনও পাচ্ছি। দূতাবাস ইতোমধ্যে এ বিষয়ে কার্যক্রম শুরু করেছে এবং তথ্য সংশোধনের প্রক্রিয়া চালু রেখেছে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত