Homeপ্রবাসের খবরইফতার শেষে নিখোঁজ, ডিএনডি লেকে ভাসছিল নয়নের মরদেহ

ইফতার শেষে নিখোঁজ, ডিএনডি লেকে ভাসছিল নয়নের মরদেহ

[ad_1]

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিখোঁজ হওয়ার ২ দিন পর ডিএনডি খাল থেকে নয়ন (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি খালের পানিতে ভাসছিল। শুক্রবার (৭ মার্চ) সকাল ১০টার দিকে গোদনাইল ভাণ্ডারীপুল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নয়ন জামালপুর জেলার মৃত আব্দুল হালিমের ছেলে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, ১ মাস আগে নিজ এলাকা থেকে সিদ্ধিরগঞ্জে মামার বাড়িতে এসে বসবাস করছিলেন নয়ন। গত বুধবার সন্ধ্যায় ইফতার করে তিনি মামার বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। তখন থেকেই তিনি নিখোঁজ ছিলেন। আজ সকাল ৮টার দিকে স্থানীয়রা ডিএনডি খালের পানিতে একটি মৃতদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। গত বুধবার থেকে ওই যুবক নিখোঁজ হলেও তার স্বজনরা থানায় কোনো অভিযোগ করেনি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এম এইচ/ 

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত