Homeপ্রবাসের খবরইমরান হাশমি – প্রবাস খবর

ইমরান হাশমি – প্রবাস খবর


পহেলগাঁওয়ে সম্প্রতি ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার পর থেকে ধর্ম ও সন্ত্রাসবাদ নিয়ে দেশজুড়ে চলছে বিতর্ক। এই প্রসঙ্গেই মুখ খুলেছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। কাশ্মীরভিত্তিক তাঁর নতুন ছবি ‘গ্রাউন্ড জ়িরো’-এর প্রচারে এসে তিনি জানান, সন্ত্রাসের কোনও ধর্ম হয় না এবং তা কখনও ধর্মীয় আদর্শের সঙ্গে মেলে না।

এক সাক্ষাৎকারে ইমরান বলেন, “আমি বিশ্বাস করি ভারত সরকার পহেলগাঁও হামলার যথাযথ জবাব দেবে। তবে সবচেয়ে জরুরি কথা হলো—সন্ত্রাসের সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই। সন্ত্রাসবাদ নিজেই একটি বিকৃত মতবাদ। আমাদের ধর্ম কখনোই এসব শিক্ষা দেয় না।”

নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ইমরান বলেন, “নিরাপত্তা সংস্থাগুলি নিশ্চয়ই বিষয়টি গুরুত্বসহকারে দেখছে। তবে পহেলগাঁও একটি বিশাল এলাকা, পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্র। তাই সব জায়গায় কড়া নজর রাখা চ্যালেঞ্জিং। হামলাকারীরা খুব পরিকল্পিতভাবে আঘাত করেছে, কারণ ওদের লক্ষ্যই ছিল পর্যটকরা।”

এই ঘটনার পর সাধারণ মানুষের পাশাপাশি বলিউডের তারকারাও এখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হয়ে রুখে দাঁড়ানোর বার্তা দিচ্ছেন। ইমরান হাশমির বক্তব্য তারই প্রতিফলন।

এম এইচ/ 



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত