Homeপ্রবাসের খবরঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল পাকিস্তান – প্রবাস খবর

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল পাকিস্তান – প্রবাস খবর


পবিত্র ঈদুল আজহার আর মাত্র কয়েক দিন বাকি। মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ এই ধর্মীয় উৎসব প্রতি বছর হিজরি ক্যালেন্ডারের জিলহজ মাসের ১০ তারিখে উদযাপিত হয়। এ বছর ঈদ কবে পড়বে- তা নিয়ে মধ্যপ্রাচ্য ও পাকিস্তানের জ্যোতির্বিদরা সম্ভাব্য তারিখ জানিয়েছেন।

মধ্যপ্রাচ্যে আগামী ২৭ মে হবে জিলকদ মাসের ২৯তম দিন। ওই দিন সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ খোঁজা হবে। সংযুক্ত আরব আমিরাতের আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি জানিয়েছে, ওই দিন চাঁদ দেখা যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই ২৮ মে জিলহজ মাস শুরু হলে ৬ জুন শুক্রবার মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, ২৭ মে সকাল ৭টা ০২ মিনিটে চাঁদ উঠবে এবং সূর্যাস্তের পর আরও ৩৮ মিনিট আকাশে দৃশ্যমান থাকবে, যা চাঁদ দেখার জন্য পর্যাপ্ত সময়।

অন্যদিকে, পাকিস্তানের জ্যোতির্বিদ ও সৌরবিজ্ঞানী ড. ফাহিম হাসমী জানিয়েছেন, ২৭ মে পাকিস্তানে নতুন চাঁদ দেখার সম্ভাবনা নেই, কারণ সে সময় চাঁদের বয়স হবে মাত্র ১১ ঘণ্টা। তবে ২৮ মে চাঁদের বয়স হবে ৩৫ ঘণ্টার বেশি, ফলে সেদিন চাঁদ দেখা যাবে বলে পূর্বাভাস দিয়েছেন তিনি।

এই হিসাবে, ২৯ মে পাকিস্তানে জিলহজ মাস শুরু হলে ৭ জুন শনিবার ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

জ্যোতির্বিদরা আরও বলেন, যদি এই হিসাব ঠিক থাকে, তবে ৫ জুন হবে আরাফার দিন, যা হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। তার পরদিনই মুসলিম বিশ্বে পালিত হবে ঈদুল আজহা।

তবে চাঁদ দেখার চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে প্রতিটি দেশের জাতীয় চাঁদ দেখা কমিটির ঘোষণার ওপর। তাই ঈদের সঠিক দিন নিশ্চিত হতে আরও কয়েক দিন অপেক্ষা করতে হবে।

সূত্র: সামা টিভি

এম এইচ/ 



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত