Homeপ্রবাসের খবরওষুধ ছাড়াই গ্যাস্ট্রিক দূর হবে যে ৩ খাবার খেলে

ওষুধ ছাড়াই গ্যাস্ট্রিক দূর হবে যে ৩ খাবার খেলে

[ad_1]

ধীরে ধীরে গ্যাস্ট্রিক বা গ্যাসের সমস্যা যেন আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠছে। এর অন্যতম কারণ অনিয়মিত ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস- সময়মতো না খাওয়া, কিংবা অতিরিক্ত তেল-ঝাল ও ভাজাপোড়া খাবার খাওয়া। এর ফলে অনেকেই মাঝেমধ্যে পেটব্যথায় ভোগেন।

এই ব্যথা কমাতে অনেকে ওষুধের ওপর ভরসা করেন। কিন্তু চিকিৎসকেরা বারবার সতর্ক করে বলেন, ব্যথানাশক ওষুধ নিয়মিত খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

তবে স্বস্তির খবর হলো- পেটের গ্যাসজনিত সমস্যা থেকে কিছুটা আরাম পেতে নির্ভর করা যেতে পারে কিছু প্রাকৃতিক খাবারের ওপর। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার-এর এক প্রতিবেদনে এমনই কিছু খাবারের কথা উল্লেখ করা হয়েছে, যা গ্যাস্ট্রিকের সমস্যা কমাতে সাহায্য করতে পারে।

টক দই : হজমের গোলমাল ঠেকাতে দই উপকারী। গ্যাসের সমস্যাও নিমেষে কমিয়ে দিতে পারে টক দই। গ্যাসের ব্যথা শুরু হলে দইয়ের সঙ্গে জিরার গুঁড়ো, অল্প বিটনুন, পানি মিশিয়ে স্মুদির মতো একটি পানীয় বানিয়ে খেতে পারেন। সুস্থ হবেন দ্রুত।

মৌরি : পেট ঠান্ডা রাখতে মৌরি ভেজানো পানি খান অনেকেই। তবে গ্যাসের ব্যথা কমাতেই মৌরি কার্যকর। মৌরিতে এমন কিছু উপাদান রয়েছে, যা পেটে জমে থাকা গ্যাস শুষে নিতে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলেও মৌরি খেতে পারেন। উপকার পাবেন।

লবঙ্গ : গ্যাসের সমস্যা কমানোর আরও একটি উপায় হতে পারে লবঙ্গ। সর্দি-কাশি, ঠান্ডা লাগায় লবঙ্গ খুবই উপকারী। কিন্তু গ্যাসের ব্যথা কমাতেও এর জুড়ি মেলা ভার। লবঙ্গে থাকা স্বাস্থ্যকর উপাদান পেটের স্বাস্থ্য ভাল রাখে। হজম ভাল করে। গ্যাসের সমস্যা হলেও মুখে রাখতে পারেন ২-৩টি লবঙ্গ। সুফল পাবেন।

এস এইচ/

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত