Homeপ্রবাসের খবর‘কবির সিংয়ের বাপ ‌দেবা’, কী আছে শহিদ কাপুরের নতুন ছবিতে

‘কবির সিংয়ের বাপ ‌দেবা’, কী আছে শহিদ কাপুরের নতুন ছবিতে

[ad_1]

‘কবির সিং’ বলিউড অভিনেতা শাহিদ কাপুরের ক্যারিয়ারে অন্যতম একটি সফল সিনেমা। কবির সিংয়ের মতো একটি অদ্ভূত চরিত্র দিয়ে দর্শকদের নজর কাড়েন তিনি। ছবিটিতে কবির চরিত্রটি ছিল এক উগ্র ও মদ্যপ প্রেমিকের। সেখানে প্রেমিকার গায়ে হাত তোলার মত দৃশ্যও আছে। বক্স অফিসে বাজিমাত করলেও নিয়ন্ত্রণহীণ জীবনযাপন, অপরাধ, উগ্রতা, অবাধ্যতা, ভালোবাসার নামে বেপরোয়া আচরণ এবং নারীর সঙ্গে সহিংসতা দেখানোর জন্য ছবিটি সমালোচনার মুখেও পড়েছিল।

এবার শহিদ কাপুরের ‘দেবা’ সিনেমার ট্রেলার দেখেই মজেছেন দর্শক। কেউ কেউ লিখছেন, ‘‘কবির সিং’ ছবির বাপ হতে যাচ্ছে ‘দেবা’। অর্থাৎ এ ছবির উগ্রতা, শ্বাসরুদ্ধকর অ্যাকশন সবকিছুই কবির সিংকে হার মানাবে। ধারণা করা হচ্ছে, বলিউডের বক্স অফিসে বড় অংকের সাফল্য পাবে ‘দেবা’।

শহিদ কাপুরের প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ‘দেবা’র ট্রেলার মুক্তি পেয়েই ইন্টারনেটে ঝড় তুলছে। প্রশংসিত মালয়ালাম চলচ্চিত্র পরিচালক রশান অ্যান্ড্রুজ এটি পরিচালনা করেছেন। ট্রেলারে আভাস মিললো এই ছবিতে থাকবে তীব্র অ্যাকশন, গভীর আবেগময় সংলাপ, উপভোগ্য গান ও নাচের দৃশ্য এবং প্রতিশোধে মত্ত এক পুলিশ অফিসারের চরিত্রে শহিদ কাপুরের প্রাণবন্ত উপস্থিতি।

৩১ জানুয়ারি ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিটি দিয়ে এক বছরের বিরতি শেষে বড় পর্দায় ফিরছেন শহিদ কাপুর।

ছবির গল্পটি মুম্বাইয়ের পটভূমিতে তৈরি। এর ট্রেলারটি শুরু হয় শহিদ কাপুর ভয়েসওভারের মাধ্যমে। সেখানে তিনি তার চরিত্র দেব আম্ব্রে পরিচয় দেন। যিনি দেবা নামের একজন বিদ্রোহী পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত। সন্ত্রাসীরা তার সহকর্মী পুলিশ অফিসারকে হত্যা করার পর প্রতিশোধ নিতে উন্মাদ হয়ে ওঠেন দেবা। নানা অনুসন্ধান ও অপারেশনের মাধ্যমে অপরাধীদের ধ্বংস করার উগ্র প্রচেষ্টা তাকে ‘মাফিয়া পুলিশ’ বলে পরিচিত করে তুলে। দেবাও সেই পরিচয় গর্বের সঙ্গে ধারণ করেন।

‘কবির সিংয়ের বাপ ‌দেবা’, কী আছে শহিদ কাপুরের নতুন ছবিতে]

ট্রেলারটির সবচেয়ে জনপ্রিয় মুহূর্ত হিসেবে আলোচিত হচ্ছে এক ভিলেনের কলার ধরে শহিদের দেয়া ‘আমি মাফিয়া’ সংলাপের দৃশ্যটি। অনুমান করা যাচ্ছে, ছবিটিরও সবচেয়ে উপভোগ্য মুহুর্ত হবে এটি। সেইসঙ্গে বলিউডের আইকনিক সংলাপ হয়ে ওঠতে যাচ্ছে ‘আমি মাফিয়া’।

ট্রেলারটি ভক্ত এবং সমালোচকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পেয়েছে। সোশ্যাল মিডিয়া জুড়ে দেখা যাচ্ছে উত্তেজনা। অনেকে ছবিটিকে শহিদ কাপুরের সেরা কাজ হিসেবে অভিহিত করছেন। একজন সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন, ‌‌‘শহিদ এই সিনেমায় আগুন! তার অ্যাকশন দৃশ্যগুলো আমাকে শিহরিত করছে’। আরেকজন লিখেছেন, ‘এটা ঠিক সেই ধরনের সিনেমা যা দেখার জন্য আমি বহুদিন ধরে অপেক্ষা করছি।’ছবিটি নিয়ে অনেক আশাবাদী শহিদ নিজেও। ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে তিনি জানান, এই চরিত্রটি তার ‘হৃদয়ের টুকরা’র মতো প্রিয়। ছবিটি তার ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং কাজ। এখানে এমন অনকে আবেগী, সম্পর্ক ও চিন্তার জটিলতা এবং মনভরানো অ্যাকশন সিকোয়েন্স রয়েছে, সেগুলো তাকে ছবিটি প্রতি অনেক বেশি উৎসাহী করেছে বলেও জানান তিনি।

‌‘দেবা’ ছবিতে জমজমাট গল্প, নির্মাণের মুন্সিয়ানা, উপভোগ্য কিছু গানের পাশাপাশি আছে জনপ্রিয় শিল্পী তালিকাও। এতে শহিদের বিপরীতে সাংবাদিক চরিত্রে দেখা যাবে পূজা হেগড়েকে। আরও আছেন পাভেইল গুলতি, কুবরা সাইতের মতো তারকারা।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত