Homeপ্রবাসের খবরকানাডায় টপ টোয়েন্টি অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ

কানাডায় টপ টোয়েন্টি অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ

[ad_1]

কানাডায় বেড়ে উঠা বাংলাদেশি বংশোদ্ভূত ক্যালগেরী শহরের ডিফেন বেকার হাই স্কুলের মেধাবী ছাত্র তারিফ মাহমুদ মেধা, মননশীলতা, নেতৃত্ব গুণ আর কমিউনিটি সেবায় বিশেষ অবদানের জন্য ক্যালগেরী সিটির সিটি’স রাইজিং স্টার ‘টপ টুয়েন্টি আন্ডার টোয়েন্টি’ এওয়ার্ড পেয়েছেন। ক্যালগেরী শহরের বৃহত্তম কমিউনিটি সেন্টার রকি রিজ শ্যান হোমস কমিউনিটি হলে সিটি ক্রাউনস অথরিটি, এভিনিউ কর্তৃপক্ষ ও ওয়াইএমসিএ তত্ত্বাবধানে সরকারি, বেসরকারি ও শহরের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে জাঁকজমকপূর্ণ অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে তাকে টপ টুয়েন্টি অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

তারিফ মাহমুদ প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত তরুণ হিসেবে এই সম্মানজনক অ্যাওয়ার্ড পেলেন।

এ সময়ে উপস্থিত ছিলেন- লেফটেন্যান্ট গভর্নর সালমা লাকানি, সাবেক মেয়র ও এনডিপি নেতা নাহিদ ন্যান্সি, ডেপুটি মেয়র, ওয়াইএমসি প্রেসিডেন্ট অ্যান্ড সিইও শ্যানন ডরামসহ অন্যরা।

উল্লেখ্য, সিটি অব ক্যালগেরী পরিচালিত পাবলিক লাইব্রেরি মেইক ইট মেসি, সায়েন্স, রিডিং ও কোডিং এক্সপার্ট হিসেবে তাকে থিংক ট্যাংকের সদস্য মনোনীত করে। এমপিসি ফাউন্ডেশন ফিচারড ভলান্টিয়ার হিসেবে তাকে নিয়ে বিশেষ প্রতিবেদনে প্রকাশ করে। মেধা আর স্বেচ্ছাসেবার স্বীকৃতি হিসেবে নির্বাচিত হয়, হরেসিও কানাডিয়ান স্কলারও।

চিকিৎসা বিজ্ঞান ও গবেষণায় নিজেকে নিয়োজিত রেখে ভবিষ্যতে বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে এগিয়ে আসতে চান বলে মিডিয়াকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন এই তরুণ মেধাবী তারিফ মাহমুদ।

মালয়েশিয়ার বিমানবন্দরে ধরা পড়ল ৯৫ বাংলাদেশি

তারিফ মাহমুদ হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মাদারগড়া গ্রামের সন্তান। তার পিতা কানাডা প্রবাসী মাহমুদ হাসান একজন সমাজতাত্ত্বিক বিশ্লেষক, লেখক ও কলামিস্ট। মাতা জাহিদা আফরিন একজন চাকুরিজীবী।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত