Homeপ্রবাসের খবরকুয়ালালামপুরে বাংলাদোশিসহ ১৭৮৯ জন অবৈধ অভিবাসী আটক

কুয়ালালামপুরে বাংলাদোশিসহ ১৭৮৯ জন অবৈধ অভিবাসী আটক


মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে চলতি বছরের জানুয়ারি থেকে ২০ মে পর্যন্ত ২৭২টি অভিযানে বাংলাদেশিসহ ১ হাজার ৭৮৯ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।

বুধবার (২১ মে) কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। মালয়েশিয়ায় চলমান অভিযানে ৩ হাজার ৫৮৭ জন অভিযানে ৫৮৭ ব্যক্তির কাগজপত্র যাচাই-বাছাই করে ১ হাজার ৭৮৯ জনকে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘন করার অপরাধে আটক করা হয়।

দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব বজায় রাখার জন্য বিভাগের অঙ্গীকারের অংশ হিসেবে, দেশের বিভিন্ন রাজ্যে প্রতিদিনই অভিযান পরিচালনা করা হয়। এমন অভিযান কুয়ালালামপুর আমরা নিয়মিত পরিচালনা করা হয় বলে জানান এ পরিচালক।

বর্তমান পরিস্থিতিতে নিয়মিত অভিযান চালানো করা ছাড়া দেশের নিরাপত্তা ও সর্বমোক্ত রক্ষার খুব কঠিন বলে মন্তব্য করেন তিনি।

কুয়ালালামপুরের অভিযানে আটকৃতদের মধ্যে সবচেয়ে বেশি আছেন ইন্দোনেশিয়ান নাগরিক। দ্বিতীয় অবস্থানে বাংলাদেশি, মিয়ানমার ও পাকিস্তানের নাগরিকরা রয়েছেন। এছাড়াও ভারত, শ্রীলংকা, ভিয়েতনামসহ বিভিন্ন দেশের নাগরিক এ তালিকায় আছেন।

অবৈধ অভিবাসী কর্মীদের সতর্ক করে তিনি বলেন, শুরু হওয়া অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি ২.০ সুযোগ কাজে লাগিয়ে নিজ দেশে ফেরত না গেলে অভিবাসন আইন লঙ্ঘন করার অপরাধে তাদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা হবে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত