Homeপ্রবাসের খবরকেমন জমলো শাকিব-ইধিকার নতুন গান

কেমন জমলো শাকিব-ইধিকার নতুন গান

[ad_1]

অবশেষে অপেক্ষা কাটলো। ‘প্রিয়তমা’ দিয়ে বাজিমাত করার পর আবারও জুটি হয়ে হাজির হলেন দুই বাংলার দুই তারকা শাকিব খান ও ইধিকা পাল। আসছে ঈদে মুক্তি পাবে তাদের সিনেমা ‘বরবাদ’। তার আগেই দুজন দেখা দিলেন রোমান্টিক গানে।

‘দ্বিধা’ নামের গানটি মুক্তি পেয়েছে ১৪ মার্চ শুক্রবার সন্ধ্যা ৭টায় রিয়েল এনার্জি প্রডাকশনের ইউটিউব চ্যানেলে। ৩ মিনিটের গানটি এখন পর্যন্ত ১৩ লাখেরও বেশি দর্শক দেখেছেন। ১০ হাজারেও বেশি মন্তব্যের প্রায় ৯০ শতাংশই গানটি নিয়ে মুগ্ধতায় ভরা।

দর্শক আবারও শাকিবের সঙ্গে ইধিকা পালকে দেখে আপ্লুত। দুজনের জুটিকে এই সময়ের বাংলা সিনেমার সেরা জুটি হিসেবে আখ্যা দিচ্ছেন। কেউ কেউ শাকিব খানের লুকের প্রশংসায় মেতেছেন। গানটিতে লোকেশনে প্রতিও ভালোলাগাও প্রকাশ করছেন অনেকে।

গানটির কথায় রয়েছে রোমান্টিক অনুভূতি, যেখানে শাকিব খান ও ইধিকা পালকে রোমান্স করতে দেখা যাচ্ছে। গানের কথা ছিল, ‘কখনো রোদ তুমি, কখনো জোৎস্না, তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না?’

মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমার গানটির কথা লিখেছেন ইনামুল তাহসীন এবং সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান। গানটি কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান, আর কোরিওগ্রাফি করেছেন আদিল শেখ।

‘বরবাদ’ সিনেমায় শাকিব খান এবং ইধিকা পাল গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। সিনেমাটি অ্যাকশন ও রোমান্স ঘরানার মিশ্রণে তৈরি। ‘তুফান’ সিনেমার পর আবারও গ্যাংস্টার চরিত্রে দেখা যাবে শাকিব খানকে। সিনেমাটিতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর ও কলকাতার যীশু সেনগুপ্ত। আরও আছেন বর্ষীয়ান অভিনেতা মামুনুর রশীদ, মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম ও মানব সচদেব।

সিনেমার একটি আইটেম গানে পারফর্ম করছেন কলকাতার নায়িকা নুসরাত জাহান।

রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শাহরীন আক্তার ও আজিম হারুনের প্রযোজনায় নির্মিত ‘বরবাদ’।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত