Homeপ্রবাসের খবরকোস্ট গার্ডের অভিযানে ভারতীয় পণ্যসহ ৩ নারী আটক

কোস্ট গার্ডের অভিযানে ভারতীয় পণ্যসহ ৩ নারী আটক

[ad_1]

সাতক্ষীরার শ্যামনগরে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় পণ্যসহ তিন নারীকে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে আটক করেছে কোস্ট গার্ড। শনিবার (১৫ মার্চ) ২০২৫ তারিখ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্টে কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৪ মার্চ শুক্রবার বিকেল ৫টায় বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন কৈখালী ও পুলিশের সমন্বয়ে সাতক্ষীরার শ্যামনগর থানাধীন শৈলখালী এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে কচুখালী-হুগলডাঙ্গা সীমান্ত দিয়ে ভারত হতে অবৈধভাবে অনুপ্রবেশের সময় সন্দেহভাজন তিন জন নারীকে আটক করা হয়। নারী পুলিশের সহায়তায় আটককৃতদের ও তাদের সাথে থাকা ৭টি ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় কাপড় ও কসমেটিক্স জব্দ করা হয়।

আটককৃতদের মধ্যে মোছা. শাহনেওয়াজ বেগম (৩৯), ভারতের গুজরাটে বসবাস করতেন বলে স্বীকার করেছেন এবং মোছা. রোজিনা খান (২৬) ও মোছা. জুলি (২৮)। তারা ভারতের বেঙ্গালুরুতে বসবাস করতেন বলে জানিয়েছেন। তাদের কারো কাছে বৈধ পাসপোর্ট বা বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, পরে অবৈধ অনুপ্রবেশকারীদের এবং জব্দকৃত মালামালসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এস এইচ/

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত