Homeপ্রবাসের খবরক্ষতিগ্রস্ত লেবানিজদের ৫ কোটি ডলার অনুদান দিলো হিজবুল্লাহ

ক্ষতিগ্রস্ত লেবানিজদের ৫ কোটি ডলার অনুদান দিলো হিজবুল্লাহ

[ad_1]

ক্ষতিগ্রস্ত লেবানিজদের পাঁচ কোটি ডলার অনুদান দিয়েছে হিজবুল্লাহ। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এক বিবৃতিতে এ কথা জানান হিজবুল্লাহপ্রধান নাইম কাসেম। এদিকে, চলমান যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে একের পর এক স্থানে হামলা চলছে। দক্ষিণ লেবাননে অব্যাহত আছে বিমান হামলা।

ইসরাইলের সঙ্গে লেবাননের যুদ্ধবিরতি চুক্তির পর থেকে আশার আলো দেখে আসছে দেশটির বাসিন্দারা। তবে চুক্তির পরও বর্বর হামলা না থামায় আবারও শঙ্কিত তারা।

চলমান যুদ্ধবিরতি উপেক্ষা করেই লেবাননের দক্ষিণাঞ্চলে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। তাদের দাবি, সেখানে হিজবুল্লাহর লঞ্চপ্যাড লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে এতে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ বাসিন্দাদের।

দক্ষিণ লেবানন ছাড়াও দেশটির আইরাতুন নামের এক গ্রামের বেশ কয়েকজন আহত হয়েছেন।

এছাড়া সম্মুখযুদ্ধে হিজবুল্লাহর ঘনিষ্ঠ প্যালেস্টানিয়ান ইসলামিক জিহাদের কয়েকজন সদস্য নিহতের খবর পাওয়া গেছে। তবে তারা কবে প্রাণ হারিয়েছেন তা নিশ্চিত করেনি গোষ্ঠীটি। শুরু থেকে হিজবুল্লাহর সঙ্গে তারা একাত্মতা জানিয়ে ইসরাইলিদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

 

এদিকে ক্ষতিগ্রস্ত লেবানিজদের পাঁচ কোটি ডলার অনুদান দিয়েছে হিজবুল্লাহ। স্থানীয় সময় বৃহস্পতিবার এক বিবৃতিতে এ কথা জানান হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম।

 

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবার মাথাপিছু ৩০০ থেকে ৪০০ ডলার করে পাবে। এছাড়া যাদের ঘর বিধ্বস্ত হয়েছে তারা ৮ হাজার ডলার, যারা বৈরুতের আশপাশে ভাড়া বাড়িতে থাকছেন তাদের ৬ হাজার এবং যারা রাজধানীর বাইরে আছেন কিন্তু ঘরে ফিরতে চাচ্ছেন তাদেরকে ৪ হাজার ডলার অনুদান এরইমধ্যে দেয়া হয়েছে বলে জানান হিজবুল্লাহপ্রধান।

 

আর এম/

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত