Homeপ্রবাসের খবরখালেদা জিয়াসহ ২৬ জনকে অব্যাহতি – প্রবাস খবর

খালেদা জিয়াসহ ২৬ জনকে অব্যাহতি – প্রবাস খবর

[ad_1]

আওয়ামী লীগের মিছিলে বোমা বিস্ফোরণ ঘটিয়ে হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর গুলশান থানায় করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ২৬ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত। বুধবার (৪ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ৯ বছর আগের এ মামলায় খালেদা জিয়াসহ ২৬ জনকে অব্যাহতি দেন।

এ আগে গত ১৩ নভেম্বর আদালতে এ মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের পরিদর্শক মো. আব্দুস ছোবহান। প্রতিবেদনে খালেদা জিয়াসহ কোনো আসামির বিরুদ্ধে প্রত্যক্ষ বা পরোক্ষ সাক্ষী খুঁজে পাওয়া যায়নি জানিয়ে বিএনপি চেয়ারপারসনসহ ২৬ জনের অব্যাহতি চেয়ে সুপারিশ করে ডিবি।

২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি আওয়ামী লীগের মিছিলে বোমা বিস্ফোরণ ঘটিয়ে হত্যাচেষ্টার অভিযোগে গুলশান থানায় একটি মামলা করা হয়। এতে প্রধান আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে।

বিএনপি চেয়ারপারসন ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, দলটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, খালেদা জিয়ার সাবেক প্রেসসচিব মারুফ কামাল খান সোহেল, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন (মৃত), স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বিএনপির সহ-শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর খান, সাবেক ওয়ার্ড কমিশনার আ. কাইয়ুম ও বিএনপির সহ-পরিবার কল্যাণবিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু প্রমুখ।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর আলোচিত এ মামলায় তথ্যগত ভুল উল্লেখ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয়া হয়। যেখানে কোনো আসামির বিরুদ্ধে প্রত্যক্ষ বা পরোক্ষ সাক্ষী খুঁজে পাওয়া যায়নি জানিয়ে তাদের অব্যাহতির সুপারিশ করা হয়।

সূত্র: চ্যানেল 24
এস এইচ/

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত