[ad_1]
সাবেক সংসদ সদস্য, রাজনীতিবিদ ও কলাম লেখক গোলাম মাওলা রনি বলেছেন, গত দশ মাসে ড. মুহাম্মদ ইউনূস এগারোবার বিশ্বভ্রমণ করেছেন আমাদের টাকায়। দরিদ্র মানুষের টাকায়, হতদরিদ্রদের টাকায়।
গোলাম মাওলা রনি বলেন, আমরা বাঙালিরা ইংল্যান্ড, গ্রেট ব্রিটেন বলার চেয়ে বিলাত শব্দটি বলতে পছন্দ করি। এতে একটা আভিজাত্য, রাজা রাজা ভাব আছে। আমাদের ড. মুহাম্মদ ইউনূস বিলাতে গেছেন।
তিনি বলেন, আমি যেই মুহূর্তে আপনাদের সঙ্গে কথা বলছি সেই সময়ের খবর হলো— বিলাতের প্রধানমন্ত্রী ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। তারপর আরো অনেক ঘটনা, সেই ঘটনায় আমাদের যে লজ্জা, অপমান, তারপর আমাদের আত্মোপলব্ধি, আমরা কারা? ড. মুহাম্মদ ইউনূসের জীবন, তার ব্যাপ্তি, তার আয়তকার বর্গক্ষেত্র সব কেমন যেন একটা রম্বস হয়ে গেছে।
এম এইচ/
The post “গরিবের টাকায় দশ মাসে ১১ বার বিশ্বভ্রমণ করেছেন ড. ইউনূস” appeared first on প্রবাস খবর.
[ad_2]
Source link