Homeপ্রবাসের খবরচট্টগ্রামে ‘ফিনলে পাম স্প্রিং সেলস ফেস্টিভ্যাল-২০২৫’, শুরু হচ্ছে সোমবার

চট্টগ্রামে ‘ফিনলে পাম স্প্রিং সেলস ফেস্টিভ্যাল-২০২৫’, শুরু হচ্ছে সোমবার


চারপাশে সবুজের চাদর বিছানো। তারই মাঝখানে আকাশরেখায় মাথা তুলে দাঁড়িয়েছে ‘ফিনলে পাম স্প্রিং’। প্রকৃতির কোলে ৩১ কাঠা জমির ওপর ১৫ তলার এই বহুতলের একটি ফ্ল্যাট হতে পারে আপনারও। স্বপ্নের সেই ঠিকানায় পা রাখার সুযোগ করে দিতে চট্টগ্রামে উৎসবের আয়োজন করেছে স্থাপত্যশিল্পে বহু বছরের আস্থার ঠিকানা-ফিনলে প্রোপার্টিজ লিমিটেড।

সোমবার (২৮ এপ্রিল) সকাল থেকে শুরু হচ্ছে ‘ফিনলে পাম স্প্রিং সেলস ফেস্টিভ্যাল-২০২৫’ নামের এই মেলা। ৪ মে পর্যন্ত নগরীর এনায়েতবাজার সড়কে অবস্থিত ফিনলে প্রপার্টিজের কর্পোরেট অফিস-এবিসি টাওয়ারে চলবে এই উৎসব। ছুটির দিনসহ প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই মেলা খোলা থাকবে দর্শনার্থীদের জন্য।

মেলা উপলক্ষে বিশেষ অফার দিচ্ছে ফিনলে। মেলাতে ফ্ল্যাট বুকিং যারা দেবেন তাদের জন্য আধুনিক সেমি-ফার্নিশড রেডি অ্যাপার্টমেন্ট করে দেবে ফিনলে।

চট্টগ্রাম শহরের বাসিন্দাদের একটা হেলদি লিভিং দেওয়াই এই প্রজেক্টের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন ফিনলে প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুফাখখারুল ইসলাম খসরু।

তিনি বলেন, আমরা সাউন্ডলেস এরিয়াতে এই প্রজেক্ট হিসেবে গড়ে তুলেছি। আর শুরু থেকেই আমাদের পরিকল্পনা ছিল এমন একটা প্রজেক্ট করব, যেটি নির্দিষ্ট কোনো শ্রেণির জন্য হবে না। এখানে যে কেউ ফ্ল্যাট নিতে পারবেন। যার আর্থিক কিছুটা সামর্থ্য আছে, অথবা হোম লোনের মাধ্যমে নিতে চান, যিনি মোটামুটি আয় করেন; তিনি চাইলেই এখানে ফ্ল্যাট নিতে পারবেন।

যারা স্বপ্ন দেখেন একটি নিজের মতো সাজানো ঠিকানার, তাদের জন্য তাই ফিনলে পাম স্প্রিং হতে পারে সেরা সুযোগ। নিজের চোখে দেখে স্বপ্নের ঠিকানা খুঁজে নেওয়ার আহ্বান জানান প্রতিষ্ঠানটির সিনিয়র জিএম, হেড অব সেলস অ্যান্ড কাস্টমার ম্যানেজমেন্ট মোহাম্মদ আবদুল্লাহ নাসের।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত