Homeপ্রবাসের খবরচাঁদপুরে স্ত্রীকে খুন করে স্বামীর আত্মহত্যার চেষ্টা

চাঁদপুরে স্ত্রীকে খুন করে স্বামীর আত্মহত্যার চেষ্টা

[ad_1]

চাঁদপুরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর শাহারপাড় এলাকায় স্ত্রী লাকী বেগমকে (২৫) ছুরিকাঘাতে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন স্বামী মোস্তফা মিয়া (৪৫)। সোমবার (১৩ জানুয়ারি) সকালে খবর পেয়ে মতলব দক্ষিণ থানা পুলিশ শাহারপাড় এলাকায় স্ত্রীর মরদেহ উদ্ধার ও স্বামীকে আটক করে চাঁদপুর সদর হাসপাতালে পাঠায়।

পরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হত্যার শিকার লাকী সারপাড় গ্রামের আন্দী প্রধানীয়া বাড়ির মৃত নজরুল প্রধানীয়ার মেয়ে। লাকীর ৬ বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।

আহত অবস্থায় মোস্তফা মিয়া জানান, তার স্ত্রী মোবাইল ফোনে ভিডিও কলে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এতে রাত থেকে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। সকালে পুনরায় কথা কাটাকাটি শুরু হলে স্বামী মোস্তফা ক্ষিপ্ত হয়ে ছুরি দিয়ে স্ত্রীকে আঘাত করেন। পরে সেই ছুরি দিয়ে নিজের পেটে আঘাত করেন।

স্থানীয় একাধিক সূত্র জানায়, স্ত্রীর পরকীয়ার কারণে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ দেখা দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে স্ত্রীকে ছুরিকাঘাত করে।

গ্রেপ্তার মোস্তফা মিয়া কুমিল্লা জেলার তিতাস থানার জগতপুর গ্রামের অটোরিকশাচালক। তাদের ২০০৯ সালে বিয়ে হয়। দাম্পত্য জীবনে এক ছেলে সন্তান রয়েছে। মতলব শাহারপাড় এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন তারা।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, স্ত্রীকে হত্যার পর স্বামী তার পেটে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন। তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ পাহারায় তার চিকিৎসা চলছে। এ বিষয় হত্যা মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এম এইচ/ 

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত