Homeপ্রবাসের খবরচার সপ্তাহেই টাকার পাহাড় গড়লো ‘পুষ্পা ২’

চার সপ্তাহেই টাকার পাহাড় গড়লো ‘পুষ্পা ২’

[ad_1]

দক্ষিণ ভারতের সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২ : দ্য রুল’ সিনেমাটি ভারতীয় বক্স অফিসে আয়ের রেকর্ড করেই চলেছে। এবার আরও একটি মাইলফলক অর্জন করেছে ছবিটি। ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া চতুর্থ সপ্তাহ শেষে এটি ৩৯ দশমিক ৫০ কোটি রুপি আয় করেছে। যার ফলে মোট আয় দাঁড়িয়েছে ১ হাজার ২৯৪ কোটি রুপিরও বেশি। আয়ের এই রেকর্ডে টাকার পাহাড় গড়েছে শুধু ভারতের বক্স অফিস থেকে, তথ্য পিঙ্কভিলার।

তারা বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল যে ছবিটি চতুর্থ সপ্তাহের মধ্যে ‘বাহুবলী ২’ ছবির আয়কে টপকে যাবে। তবে চতুর্থ উইকেন্ডের পর মনে হচ্ছে এই রেকর্ড ভাঙতে আরও কিছু সময় লাগবে। কারণ বর্তমান চলমান ছুটিতে আশানুরূপ স

তবে বাণিজ্য বিশ্লেষকরা মনে করছেন, নতুন বছরের ছুটির মধ্যে আগামী বুধবার আয়ের পরিমাণ গেল রবিবারের মতো বা তারও বেশি হতে পারে। এর ফলে ‘পুষ্পা ২’ শিগগিরই ১ হাজার ৩৩০ কোটি রুপি আয় করতে সক্ষম হতে পারে। ‘বাহুবলী ২’ ছবির মোট আয়ের খুব কাছাকাছি এটি।

সেইদিক থেকে পঞ্চম সপ্তাহে সবাইকে ছাড়িয়ে ভারতের বক্স অফিসে সর্বোচ্চ আয়ের রেকর্ডের তালিকায় শীর্ষে নাম লেখাবে ‘পুষ্পা ২’।

মুুক্তির পর ভারতের বিভিন্ন অঞ্চলে ব্যাপক সাফল্য দেখিয়েছে সুকুমার পরিচালিত সিনেমাটি। এর মধ্যে অন্ধ্রপ্রদেশে (তেলেঙ্গানা অঞ্চল) সবচেয়ে বেশি আয় হয়েছে। সেখানে মোট আয় ৩২৫ দশমিক ৭৫ কোটি রুপি। অন্যদিকে হিন্দি ভাষার বাজার থেকেও সিনেমাটি সংগ্রহ করেছে ৭৯০ দশমিক ৫০ কোটি। এই আয় সিনেমাটির জাতীয় সাফল্যকে আরও মজবুত করেছে।

প্রথম পর্বের মতো নতুন কিস্তিতে পুষ্পার স্ত্রী শ্রীভল্লির চরিত্রে দেখা গেছে রাশমিকা মান্দানাকে। এবার ভিলেন চরিত্রে চমক দেখিয়েছেন ফাহাদ ফাসিল।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত