Homeপ্রবাসের খবরটানা সিরিজ হারের ধাক্কা, টি–টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনতি

টানা সিরিজ হারের ধাক্কা, টি–টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনতি

[ad_1]

টানা ব্যর্থতায় বাংলাদেশ আরও এক ধাপ নিচে নামলো। সংযুক্ত আরব আমিরাতের কাছে সিরিজ হারের পর পাকিস্তানের বিপক্ষেও টানা দুই ম্যাচে হেরে গেছে সাকিব-লিটনরা। এতে সিরিজ শেষ হওয়ার এক ম্যাচ আগেই নিশ্চিত হয়েছে পরাজয়, আর আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়েও এর প্রভাব পড়েছে।

বাংলাদেশ নবম স্থান থেকে এক ধাপ পিছিয়ে দশে নেমে গেছে। টানা চার হারের ফলে রেটিং পয়েন্ট কমেছে ৫, এখন বাংলাদেশের পয়েন্ট ২২০। অন্যদিকে, ২২৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে উঠে গেছে আফগানিস্তান। বাংলাদেশের ঠিক পেছনে রয়েছে আয়ারল্যান্ড (২০২)।

র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত (২৭১)। এরপর রয়েছে অস্ট্রেলিয়া (২৬২), ইংল্যান্ড (২৫৪), নিউজিল্যান্ড (২৪৯) ও ওয়েস্ট ইন্ডিজ (২৪৬)। পাকিস্তান আছে আগের মতোই অষ্টম স্থানে, তবে তাদের রেটিং বেড়ে হয়েছে ২২৯।

অপরদিকে, বাংলাদেশকে চমকে দিয়ে সিরিজ জয়ী সংযুক্ত আরব আমিরাত উঠে এসেছে ১৫ নম্বরে, দলটির রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ১৮৩।

২০১২ সালে বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে এক উজ্জ্বল সময় ছিলো। চার নম্বর স্থানে উঠেছিলো দলটি। সেই সময় আয়ারল্যান্ডকে হারিয়ে টপকে গিয়েছিলো পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ভারতকে।

কিন্তু সময় বদলেছে। বাংলাদেশ এখন ধুঁকছে। টেস্টেও দলটি আছে নবম স্থানে, ওয়ানডেতেও র‍্যাঙ্কিং হালনাগাদে পিছিয়েছে।

এস এইচ/

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত