Homeপ্রবাসের খবরট্যাপ থেকে বেরোচ্ছিল রক্ত, পানির ট্যাংক খুলে মিলল যুবকের মরদেহ

ট্যাপ থেকে বেরোচ্ছিল রক্ত, পানির ট্যাংক খুলে মিলল যুবকের মরদেহ

[ad_1]

ব্রাহ্মণবাড়িয়ার পৌরশহরের কলেজ পাড়ায় পানির ট্যাংক থেকে তালেব মিয়া (২৮) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০৪ মার্চ) বিকেলে শহরের কলেজপাড়ায় ধন মিয়ার বাড়ির পানির ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত তালেব জেলা শহরের কান্দিপাড়ার মাইলহাটির মৃত রাজা মিয়ার ছেলে। গত রোববার (২ মার্চ) সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন তিনি।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে ধন মিয়ার স্ত্রী বাড়ির কাজে পানির ট্যাপ ছাড়লে পানির সঙ্গে রক্ত বের হয়ে আসে। এ সময় বিষয়টি নিয়ে তার সন্দেহ হলে কয়েকজনকে পানির ট্যাংক দেখতে পাঠানো হয়। তারা ট্যাংকের ভেতর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের জানায়। পরে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর এখানে ফেলে রাখা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে। এর সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

এম এইচ/ 

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত