Homeপ্রবাসের খবরডা. তাহের – প্রবাস খবর

ডা. তাহের – প্রবাস খবর


ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে টিকিয়ে রাখতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। শুক্রবার (২৩ মে) রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের কাউন্সিল হলে পটুয়াখালী জেলা ফোরামের উদ্যোগে আয়োজিত প্রীতি সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

ডা. তাহের বলেন, রাজনীতিতে উত্তাপ দেখা যাচ্ছে। প্রশমিত করতে ভূমিকা নিয়েছি। উত্তেজনা কমে আসছে। সরকারের অনেক ত্রুটি, দুর্বলতা আছে। সমালোচনা করছি, সংশোধন করছি। একইসঙ্গে ইউনূসের সরকারকে টিকিয়ে রাখতে হবে। তার অধীনে সুষ্ঠু নির্বাচন হোক সবার চাওয়া। একটি সুষ্ঠু নির্বাচনই এ সংকটের সমাধান হতে পারে। দেশকে স্থিতিশীল রাখতে সব দলের প্রতি আহ্বান জানাচ্ছি।

ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের তারিখসহ সংস্কারের একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করার দাবিও জানান তিনি।

জামায়াতের এ নেতা আরও বলেন, স্বাধীনতা, ডেমোক্রেসি, সুষ্ঠু নির্বাচন ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার ব্যাপারে জামায়াত কোনো আপস করবে না।

একই অনুষ্ঠানে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ১৭ বছর যারা ভোট দিতে পারেনি তারা যেন আগামী নির্বাচনে ভোট দিতে পারে সেটি নিশ্চিত করতে হবে। যদি কোনো ফ্যাসিবাদের দোসর আবারও ভোটের অধিকার কেড়ে নিতে আসে আমরা আবারও জীবন বাজী রাখবো। তাও ভোট নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ দেওয়া হবে না।

নির্বাচন কমিশন ও সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দিতে কাজ করতে হবে। সংস্কার ও বিচার করতে হবে। কালো টাকা ও অবৈধ অস্ত্র উদ্ধার করে নির্বাচনের পরিবেশ তৈরি করা হয়েছে তা নিশ্চিত করতে হবে।

মাসুদ আরও বলেন, সুষ্ঠু নির্বাচন দিতে পারবে কিনা তা এখনও গ্রামেগঞ্জে নিশ্চিত হয়নি। পরিচয়বিহীন চাঁদাবাজ ও সন্ত্রাস আগের তুলনায় কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। তা বন্ধ করতে হবে। সুষ্ঠু নির্বাচন দিতে পারবে কি না, তা নিয়ে উদ্বেগের কারণেই কেউ কেউ পদত্যাগ করতে চাচ্ছেন।

এম এইচ/ 



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত