Homeপ্রবাসের খবরড্রতে চতুর্থ সারির দল পেলো রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা

ড্রতে চতুর্থ সারির দল পেলো রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা

[ad_1]

ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ কোপা ডেল রে’র তৃতীয় রাউন্ড খেলতে সফর করবে স্পেনের চতুর্থ সারির দল দেপোর্তিভো মিনেরার মাঠে। একই সঙ্গে লা লিগা লিডার বার্সেলোনা একই রাউন্ডে খেলবে ইউডি বারবাস্ত্রোর বিপক্ষে।

গত সপ্তাহেই টাইব্রেকারে লা লিগার দল আলাভেসকে হারিয়ে কোপা ডেল রে’র শেষ ৩২ এ পৌঁছায়। এ জয়েই এবার তারা রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের বিপক্ষে। ঘরের মাঠ এস্টাডিও মিউনিসিপ্যাল অ্যাঞ্জেল কালড্রেনে রিয়ালের মত ক্লাবকে স্বাগত জানাবে দেপোর্তিভো মিনেরার। মজার বিষয় হলো, এই মাঠে মাত্র ২ হাজার দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারে।

বারবাস্ত্রোও খেলে স্পেনের চতুর্থ সারির লিগে। তারাও ঘরের মাঠে স্বাগত জানাবে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাকে। গত বৃহস্পতিবার কোপা ডেল রের ম্যাচে লা লিগার আরেক দল এস্পানিওলকে ২-০ গোলে হারিয়েছিলো তারা।

গত মৌসুমেও বারবাস্ত্রোর মুখোমুখি হয়েছিলো বার্সা। সেবার ৫ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন এস্টাডিও মিউনিসিপ্যাল ডি ডিপোর্টেসে ৩-২ গোলে জিতেছিলো বার্সা। রাফিনহা, রবার্ট লেওয়ানডস্কি এবং ফার্মিন লোপেজ গোল করেছিলেন সেবার।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত