Homeপ্রবাসের খবরঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারে ডিএমপির নতুন নির্দেশনা

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারে ডিএমপির নতুন নির্দেশনা

[ad_1]

ঢাকা দক্ষিণ ও পূর্ব এলাকা থেকে তেজগাঁও/লাভ রোড ক্রসিং হতে বামে টার্ন নিয়ে তেজগাঁও-বিজয় সরণি লিংক রোডের রেল ওভারপাস সংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্প দিয়ে বিমানবন্দরের দিকে যাচ্ছে অধিকাংশ যানবাহন। এতে তেজগাঁও-বিজয় সরণি লিংক রোডে যানবাহনের ব্যাপক চাপ বাড়ছে, তৈরি হচ্ছে যানজটের।

এ অবস্থায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে উত্তরার দিকে যাতায়াতে যানজট এড়াতে মহাখালী র‍্যাম্প ব্যবহারের পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আবুল হোটেল-মালিবাগ রেলগেট ক্রসিংয়ে একমুখী যান চলাচলের বিশেষ নির্দেশনাআবুল হোটেল-মালিবাগ রেলগেট ক্রসিংয়ে একমুখী যান চলাচলের বিশেষ নির্দেশনা
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা দক্ষিণ ও পূর্ব এলাকা হতে প্রায় সকল যানবাহন তেজগাঁও/লাভ রোড ক্রসিং হতে বামে টার্ন নিয়ে তেজগাঁও-বিজয় সরণি লিংক রোডের রেল ওভারপাস সংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্প দিয়ে এক্সপ্রেসওয়েতে উঠে এয়ারপোর্ট, কুড়িল, বনানি এলাকায় যাচ্ছেন। ফলে তেজগাঁও-বিজয় সরণি লিংক রোডে যানবাহনের ব্যাপক চাপ পড়ছে।

তেজগাঁও-লাভরোড হয়ে উত্তরাগামী সব যানবাহনের চালকদের জানানো হচ্ছে, এখন থেকে প্রাইভেট কার, মাইক্রোবাস, বাসসহ সব যানবাহন এলিভেটেড এক্সপ্রেসওয়ের মহাখালী র‍্যাম্প ব্যবহার করে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে এয়ারপোর্ট-উত্তরার দিকে চলাচল করতে পারছে।

এ অবস্থায় লাভ রোড ক্রসিং হতে বামের রাস্তায় (তেজগাঁও-বিজয় সরণি লিংক রোড) যদি যানবাহনের চাপ বেশি থাকে তবে মহাখালী বাস টার্মিনালের বিপরীতের র‍্যাম্প ব্যবহার করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে উত্তরা/এয়ারপোর্ট যাতায়াতের জন্য পরামর্শ প্রদান করা হলো।

এ ইউ/ 

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত