Homeপ্রবাসের খবরঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৩ গাড়ির সংঘর্ষে আহত ১২

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৩ গাড়ির সংঘর্ষে আহত ১২

[ad_1]

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি বাস আরেকটি বাসে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ধাক্কা লাগা বাসটি ছিটকে গিয়ে পাশে থাকা সড়ক নিরাপত্তার টহল গাড়িতে আঘাত করে। ফলে তিন গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সুরভি পরিবহন নামে এক বাসের অন্তত ১২ যাত্রী আহত হয়েছেন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকায় সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় আধাঘণ্টা এক্সপ্রেসওয়েতে যানচলাচল বন্ধ ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মাওয়াগামী গ্রিন ঢাকা পরিবহনের একটি বাসকে পেছন থেকে সুরভি পরিবহনের আরেকটি বাস ধাক্কা দেয়। এতে গ্রিন ঢাকা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে তার সামনে থাকা সড়কে নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত টহল গাড়ির পেছনে ধাক্কা দেয়। এ সময় সুরভি পরিবহনের ১০ থেকে ১২ জন গুরুতর আহত হন।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী বলেন, কয়েকজন আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি জানান, সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। গাড়িগুলো জব্দ করে থানায় নেওয়া হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এস এইচ/

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত