Homeপ্রবাসের খবরতুরিনে নির্মিত হচ্ছে ইতালির অন্যতম বৃহৎ মসজিদ

তুরিনে নির্মিত হচ্ছে ইতালির অন্যতম বৃহৎ মসজিদ

[ad_1]

ইতালির তুরিন শহরে নির্মিত হতে যাচ্ছে দেশের অন্যতম বৃহৎ মসজিদ। যেখানে থাকবে শিক্ষার্থীদের আবাসন, পাঠাগার ও আধুনিক জিমনেশিয়াম।

এটি নির্মিত হবে ঐতিহাসিক ফন্ডেরিয়া নেববিওলো কারখানা এলাকায় যা একসময় ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রাফিক্স প্রেস ছিল। মসজিদ প্রকল্পটি মরক্কোর ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। ইসলামিক কনফেডারেশনের সভাপতি মুস্তাফা হাজরাউই জানিয়েছেন, ২০২৬ সালের প্রথমার্ধে নির্মাণকাজ শুরু হয়ে তিন বছরের মধ্যে সম্পন্ন হবে।

প্রকল্পের প্রধান স্থপতি ভিত্তোরিও ইয়াকোমুসি জানিয়েছেন, মসজিদটির আয়তন হবে এক হাজার বর্গমিটার। ছাত্রাবাস ও পাঠাগারের জন্য তিন হাজার বর্গমিটার স্থান নির্ধারণ করা হয়েছে। কারখানার পুরনো স্থাপত্য সংরক্ষণ করে আধুনিক মিনার ও উদ্যান তৈরি করা হবে।

রমজানের এক ইফতার অনুষ্ঠানে প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। যেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন ধর্মীয় নেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় প্রশাসনের সদস্যরা। তবে কিছু রাজনৈতিক নেতা নারীদের নামাজকক্ষে পৃথক রাখার বিষয়টি ও সামাজিক দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন।

এই মসজিদ শুধুমাত্র একটি ধর্মীয় উপাসনালয় নয় বরং একটি শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও কাজ করবে যা তুরিনের বহুসংস্কৃতির সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত