Homeপ্রবাসের খবরনতুন প্রস্তাবে রাজি হামাস, গাজায় যুদ্ধবিরতি হতে পারে রোববার

নতুন প্রস্তাবে রাজি হামাস, গাজায় যুদ্ধবিরতি হতে পারে রোববার


ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হওয়ার কথা জানিয়েছে স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দুই দিন আগে মিশর ও কাতারের পক্ষ থেকে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই প্রস্তাবে রাজি হওয়ার কথা জানিয়েছে হামাস।

দুই দিন আগে মিশর ও কাতারের মধ্যস্থতাকারীদের কাছ থেকে পাওয়া গাজা যুদ্ধবিরতির প্রস্তাবে হামাস সম্মত বলে এই গোষ্ঠীটির প্রধান খলিল আল-হায়্যা জানিয়েছেন। গাজায় ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া হামাস-ইসরায়েল যুদ্ধে যুদ্ধবিরতির লক্ষ্যে পরোক্ষ আলোচনায় হামাসের আলোচক দলের নেতৃত্ব দিচ্ছেন খলিল আল-হায়্যা।

স্থানীয় সময় গতকাল শনিবার এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, ‘দুই দিন আগে আমরা মিশর ও কাতারের মধ্যস্থতাকারীদের কাছ থেকে একটি প্রস্তাব পেয়েছি। প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনা করে গ্রহণ করেছি।’

কয়েকটি নিরাপত্তা সূত্র গত বৃহস্পতিবার রয়টার্সকে জানিয়েছে, ইসরায়েলের কাছ থেকে একটি নতুন যুদ্ধবিরতি প্রস্তাবের বিষয়ে মিশর ইতিবাচক ইঙ্গিত পেয়েছে, যার মধ্যে একটি অন্তর্বর্তীকালীন পর্যায় অন্তর্ভুক্ত থাকতে পারে। প্রস্তাব অনুযায়ী, হামাস প্রতি সপ্তাহে তাদের হাতে থাকা পাঁচজন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে।

এম এইচ/ 



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত