Homeপ্রবাসের খবরনারীর ইমামতিতে নামাজ, ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল

নারীর ইমামতিতে নামাজ, ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল

[ad_1]

একজন নারী নামাজের ইমামতি করছেন এমন একটি ভিডিও সম্প্রতি বাংলাদেশের ঘটনা বলে প্রচারিত হয়েছে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মহিলা ইমামতি করে, পুরুষরা পেছনে নামাজ আদায় করেন! আমরা কোন বাংলাদেশে আছি বর্তমানে।’ শিরোনামে প্রচার করা হয়েছে।

তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার এক প্রতিবেদনে জানিয়েছে, প্রচারিত ওই ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনার নয়। এটি ২০১৮ সালে ভারতের কেরালায় জুমার নামাজে এক নারীর ইমামতির ভিডিও।

রিউমর স্ক্যানার টিম জানিয়েছে, ওই ভিডিও নিয়ে অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম দৈনিক সাভেরার ইউটিউব চ্যানেলে ২০১৮ সালের ২৯ জানুয়ারি প্রকাশিত ‘In a first, Kerala women leads friday prayers’ শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া গেছে। ওই ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়।

রিউমর স্ক্যানার টিম তাদের অনুসন্ধানে জানতে পেরেছে, ভারতীয় আরেক সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুসারে, ২০১৮ সালের ২৬ জানুয়ারি কেরালার মালাপ্পুরামে কোরআন সুন্নাত সোসাইটির রাজ্য সাধারণ সম্পাদক জামিদা শুক্রবারের নামাজে ইমামতি করেন। তিনি বলেন, ‘ইসলামে কোথাও বলা নেই যে শুধু পুরুষরাই ইমাম হতে পারেন।’ নামাজটি ভেঙ্গারায় সংগঠনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে অন্তত ৮০ জন পুরুষ ও মহিলা উপস্থিত ছিলেন।

রিউমর স্ক্যানারের প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে ভারতীয় অন্য গণমাধ্যম থেকেও একই তথ্য পাওয়া গেছে।

সুতরাং ভারতের কেরালার জুমার নামাজে মহিলা ইমামতির ঘটনার পুরোনো ভিডিওকে বাংলাদেশের ঘটনা হিসেবে প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর।

এস এইচ/

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত