Homeপ্রবাসের খবরপদ্মা সেতুতে বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অ্যাম্বুলেন্স

পদ্মা সেতুতে বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অ্যাম্বুলেন্স

[ad_1]

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুতে বাসের ধাক্কায় একটি অ্যাম্বুলেন্স দুমড়ে মুচড়ে গেছে। এতে আহত হয়েছেন পাঁচজন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর ৩০ নম্বর পিলারের ওপর এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে একটি অ্যাম্বুলেন্স পদ্মা সেতু পাড় হয়ে শিবচরের দিকে যাচ্ছিল। অ্যাম্বুলেন্সটি সেতুর ৩০ নম্বর পিলারের ওপর এলে ঢাকা থেকে ছেড়ে আসা ইলিশ পরিবহনের একটি বাস অতিরিক্ত গতিতে এসে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সের পেছনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

খবর পেয়ে সেতু কর্তৃপক্ষের পেট্রোল টিম আহত ব্যক্তিদের উদ্ধার করে শিবচরের পাঁচ্চর রয়েল প্রাইভেট হাসপাতালে পাঠায়।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকিব আকরাম হোসেন বলেন, সেতুর ওপর একটি অ্যাম্বুলেন্স দুর্ঘটনার শিকার হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানতে পারিনি। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ ইউ/

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত