Homeপ্রবাসের খবরপশুর লাথিতে ও কোরবানি দিতে গিয়ে দুই দিনে আহত ৬৪১

পশুর লাথিতে ও কোরবানি দিতে গিয়ে দুই দিনে আহত ৬৪১

[ad_1]

ঈদুল আজহায় পশু কেনা ও কোরবানি দিতে গিয়ে আহত হয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (নিটোর) চিকিৎসা নিয়েছে ৬৪১ জন। তাদের মধ্যে গুরুতর আহত ১৮১ জনের জরুরি অস্ত্রোপচার করতে হয়েছে। আহতদের মধ্যে হাসপাতালে ভর্তি আছে ২০৭ জন এবং হাসপাতাল ছেড়েছে ৪৩৪ জন।

নিটোরের তথ্য বলছে, ঈদের আগের দিন পশু কেনার সময় লাথিতে ও ঈদের দিন পশু কোরবানি দিতে গিয়ে আহত হয়ে মোট চিকিৎসা নিতে গিয়েছে ৬৪১ জন।

তার মধ্যে জরুরি অপারেশন লেগেছে ১৮১ জনের।
ঈদের দ্বিতীয় দিন রবিবারও (৮ জুন) সকাল থেকে একের পর এক কোরবানি দিতে গিয়ে আহত রোগী আসছে বলে জানিয়েছে নিটোর কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্র বলছে, সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত আনুমানিক ৭০ থেকে ৮০ জন কোরবানি দিতে গিয়ে আহত হওয়া রোগী চিকিৎসা নিতে নিটোরে এসেছে। রাজধানীর শেরেবাংলানগরে অবস্থিত নিটোর ঘুরে এ তথ্য জানা গেছে।

হাসপাতালটির জরুরি বিভাগের চিকিৎসক কনসালট্যান্ট ডা. রিপন ঘোষ জানান, ঈদের দিন পশু কোরবানি ঘিরে সারা দিনে হাত-পাত ভাঙা ও কাটা-ছেঁড়া রোগী চিকিৎসা নিতে এসেছে ৩২৫ জন। তাদের মধ্যে জরুরি অপারেশন লেগেছে ১০২ জনের। অপারেশনের পর তাদের সবাইকে ভর্তি রাখা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে।

তিনি বলেন, ঈদের আগের দিন পশু কিনতে গিয়ে লাথিতে আহত হয়ে চিকিৎসা নিতে এসেছে ৩১৬ জন। তাদের মধ্যে জরুরি অপারেশন লেগেছে ৭৯ জনের। মোট ভর্তি হতে হয়েছে ৮৫ জনের।

ডা. রিপন ঘোষ বলেন, ঈদের দিন যেসব রোগী এসেছেন তাদের বেশির ভাগ পশু কোরবানি করতে গিয়ে আহত হয়েছে। কারো হাত কেটে গেছে, কারো পা কেটে গেছে, কারো রগ কেটে গেছে।

ঈদের আগের দিন যারা এসেছেন তাদের বেশির ভাগ কোরবানির পশু কিনতে গিয়ে পশুর লাথিতে হাত-পা ভেঙেছে। যাদের অপারেশন লাগেনি এবং গুরুতর আহত না তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছি।

এস এইচ/

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত