[ad_1]
প্রবাসী বাংলাদেশিদের নিয়ে মালদ্বীপস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ‘বাংলাদেশ হাইকমিশন কাপ ২০২৪’ আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৪ উপলক্ষে আগামী ১৩ ডিসেম্বর রাজধানী মালের ফুটবল গ্রাউন্ডে মালদ্বীপে বসবাস করা প্রবাসীদের নিয়ে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হবে।
বিজয়ের মাসে অনুষ্ঠিত বাংলাদেশ হাইকমিশন কাপ ২০২৪ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করার লক্ষ্যে মঙ্গলবার (৩ ডিসেম্বর) প্রবাসী বাংলাদেশিদের ফুটবল টিম রয়েল টাইগারের জার্সি উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত মালদ্বীপ প্রিমিয়ার লিগের খেলোয়াড় মিশরের অভিবাসী মো. খালিল জামিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই তুহিন, এডুকেশন রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইরাব) সাধারণ সম্পাদক, ঢাকা রিপোর্টার্স ইউনিটের কার্যনির্বাহী সদস্য আকতারুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রয়েল টাইগারের গোল কিপার আতাউর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কর্ম ব্যস্ততার পাশাপাশি সুস্থ সুন্দর জীবনের জন্য খেলাধুলার বিকল্প নেই। প্রবাসীদের নিয়ে এ ধরনের একটি সুন্দর আয়োজনের পরিকল্পনা করায় মালদ্বীপ হাইকমিশনকে ধন্যবাদ জানান। একইসঙ্গে রয়েল টাইগারের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। রয়েল টাইগারের অধিনায়ক আহমেদ সেলিম হাইকমিশন কাপের শিরোপা বিজয়ের প্রত্যাশা করে সবে প্রবাসীদের কাছে দোয়া চান।
[ad_2]
Source link