Homeপ্রবাসের খবরপ্রবাসীদের সমস্যা সমাধানে মালয়েশিয়া সফরে উপদেষ্টা আসিফ নজরুল

প্রবাসীদের সমস্যা সমাধানে মালয়েশিয়া সফরে উপদেষ্টা আসিফ নজরুল


বন্ধ শ্রমবাজার নিয়ে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে মালয়েশিয়া সফরে গেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল।

স্থানীয় সময় মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যা সোয়া ৬টার দিকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি কুয়ালালামপুরে পৌঁছান।

বিমানবন্দরে মালয়েশিয়া সফরের বিষয়ে প্রশ্ন করলে আসিফ নজরুল বলেন, মালয়েশিয়া সফর হচ্ছে শ্রমবাজার নিয়ে। প্রবাসীদের এখানে অনেক সমস্যা আছে, অনেকে অনিয়মিত হয়ে গেছে, অনেকে কাজ পাচ্ছেন না। আমাদের প্রবাসী ভাইয়েরা হচ্ছেন রেমিট্যান্সযোদ্ধা, তারা অনেকে অনেক কষ্টে আছেন, যতটা পারা যায় আমাদের দেশের স্বার্থ রক্ষা।

জানা গেছে, এ সফরে বুধবার (১৪ মে) বাংলাদেশি কর্মীরা কাজ করেন এমন একটি ফ্যাক্টরি পরিদর্শন করবেন তিনি। সেখানে কর্মীদের সঙ্গে মতবিনিময়ও করবেন। পরদিন বৃহস্পতিবার (১৫ মে) মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল এবং মানবসম্পদমন্ত্রী স্টিভেন সিম চি কেওংয়ের সঙ্গে শ্রমবাজার ইস্যুতে দ্বিপাক্ষিক বৈঠক করবেন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

উল্লেখ্য, প্রায় এক বছর ধরে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানো বন্ধ রয়েছে। গত বছরের ৩১ মের পর দেশটি আর নতুন কর্মী নেয়নি। এরপর থেকে দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকও হয়নি। যদিও নানা মাধ্যমে আলোচনা চলেছে।

এর আগেও মালয়েশিয়া একাধিকবার শ্রমবাজার বন্ধ করেছে। ২০০৮ সালে প্রথমবার এই বাজার বন্ধ হয়, যা আবার খুলে দেয় ২০১৬ সালে। কিন্তু দুর্নীতির অভিযোগে ২০১৮ সালে আবারও বাংলাদেশি কর্মী নেওয়া বন্ধ করে মালয়েশিয়া। পরে ২০২১ সালের ১৮ ডিসেম্বর নতুন সমঝোতা চুক্তির মাধ্যমে তিন বছর পর শ্রমবাজার পুনরায় চালু হয়। ২০২২ সালের আগস্টে আবার কর্মী পাঠানো শুরু হয়, তবে মাত্র কয়েক মাস পর, ২০২৩ সালের ১ জুন, ফের নিষেধাজ্ঞা জারি করে মালয়েশিয়া।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত