[ad_1]
ফাইভ-জি গতিতে তারাবি না পড়ার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারি। রোববার (৯ মার্চ) মালয়েশিয়ার কুয়ালালামপুরে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ আহ্বান জানান।
আজহারি বলেন, ফাইভ-জি স্পিডে তারাবির নামাজ আদায় থেকে বেরিয়ে আসা উচিত। এর ফলে সঠিকভাবে কোরআন তেলাওয়াত করা সম্ভব হয় না এবং ভুল ভ্রান্তির আশঙ্কা থাকে।
তিনি বলেন, আল্লাহতায়ালা সুরা আত-ত্বিন সুরায় দুটি ফল ও দুটি পবিত্র স্থান নিয়ে কসম করেছেন। একটি ফল ত্বিন (ডুমুর জাতীয় মিষ্টি ফল) এবং অন্যটি জয়তুন (জলপাই) ফল। একটি শহর মক্কা নগরী এবং অন্যটি সিনাই পর্বত।
ইফতার মাহফিলে বিশেষ আলোচক ছিলেন কুমিল্লার নাগাইশ দরবার শরিফের পীর হু. মা. মোশতাক ফয়েজী। বিশেষ অতিথি ছিলেন মো. নাসিম, ইসমাইল হেসেন, মুকুল হোসেন, দাতু ইয়াছিন ও মো. আনোয়ার।
এ ছাড়া বাংলাদেশ ইয়ুথ কমিউনিটি মালয়েশিয়ার সদস্য মো. রমজান, মো. রাজু, মো. রাসেল, মো. শফিক, মো. মজিদ, মো. মামুন, মো. রেজওয়ান, খান তরিকুলসহ অন্যরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিশ্ব মুসলিম উম্মাহ ও প্রবাসীদের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
[ad_2]
Source link