Homeপ্রবাসের খবরফিলিস্তিনিদের জন্য মালয়েশিয়াস্থ চট্টগ্রাম সমিতির অনুদান

ফিলিস্তিনিদের জন্য মালয়েশিয়াস্থ চট্টগ্রাম সমিতির অনুদান

[ad_1]

ফিলিস্তিনের গাজায় নির্যাতিত মানুষের জন্য আর্থিক অনুদান প্রদান করেছে চট্টগ্রাম সমিতি মালয়েশিয়া।

চট্টগ্রাম সমিতি মালয়েশিয়ার সদস্যদের স্বতঃস্ফূর্ত অনুদানের মাধ্যমে সংগৃহীত ফান্ড বুধবার ( ৩০ এপ্রিল) সকালে Malaysian Consultative Council of Islamic Organizations (MAPIM Malaysia) কাজাংস্থ অফিসে মাপিমের ভাইস প্রেসিডেন্ট জুহানিস জয়নালের হাতে নগদে হস্তান্তর করা হয়েছে।

এ সময় চট্টগ্রাম সমিতির উপদেষ্টা রফিক আহমদ খান, যুগ্ম আহবায়ক ফারুকুল ইসলাম ফারুক, যুগ্ম আহবায়ক সাদেক উল্লাহ, ওআইসি টু-ডেরর হেড অব মিডিয়া এন্ড ক্রিয়েটিভ সাইদ হক ও মাপিমের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মাপিমের ভাইস প্রেসিডেন্ট জুহানিস জয়নাল মানবিক কাজে তার চট্টগ্রাম ও কক্সবাজার ভ্রমণের কথা তুলে ধরে চট্টগ্রামবাসী ও বাংলাদেশের মানুষের প্রশংসা করেন। তিনি নির্যাতিত নিপিড়ীত গাজাবাসীর জন্য মালয়েশিয়ায় প্রবাসী চট্টগ্রাম সমিতির সদস্যদের অনুদানের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তিনি চট্টগ্রাম সমিতি মালয়েশিয়ার প্রতিনিধিদের কাছে মাপিমের কার্যক্রম তুলে ধরেন। প্রয়োজনে প্রবাসীদের জন্য মাপিম ফ্রি চিকিৎসা ক্যাম্পসহ অন্যান্য সেবামূলক কাজ করবে বলেও জানান তিনি।

পরে চট্টগ্রাম সমিতি মালয়েশিয়ার মানবিক কাজের জন্য মাপিমের পক্ষ থেকে ক্রেস্ট ও উপহারসামগ্রী প্রদান করা হয়।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত