Homeপ্রবাসের খবরবহুতল ভবনের ছাদ ভেঙে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বহুতল ভবনের ছাদ ভেঙে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু


গোপালগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ভেঙে পড়ে সোহেল খান (৩২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ মে) বিকেলে কাশিয়ানীর দেবাশুর গ্রামের ইকুল শেখের নির্মাণাধীন ভবনে এ দুর্ঘনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার এসআই আইয়ুব হোসেন। নিহত সোহলে কাশিয়ানী উপজেলার ভাদুলিয়া গ্রামের লিয়াকত খানের ছেলে।

স্থানীয়রা জানান, নির্মাণাধীন ভবনের দ্বিতল ভবনের ছাদে দাঁড়িয়ে চিলেকোঠার ছাদের সাটারিং খোলার কাজ করছিলেন সোহেল। এ সময় ওই ছাদ ভেঙে তার ওপর পড়লে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার এসআই আইয়ুব হোসেন বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। বিনা ময়নাতদন্তে মরদেহ গ্রহণের জন্য আবেদন করেছেন নিহতের পরিবারের সদস্যরা।

এম এইচ/ 



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত